পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, ষড়বিংশতি অধ্যায়, ৫ ং তখন য়িস্ত তাহাকে কহিলেন, তোমার তলওয়ার আপন স্থানে পুনশ্চ রাখ; কেননা যাহারা তলওয়ার ধারণ করে, সে সকল তলওয়ারেতে নষ্ট হইবে, ৫ ও তুমি কি বুছে না, যে এই ক্ষণে আমি আপন পিতার স্থানে পুর্থনা করিতে পারিব, তাহাতে তিনি তৎক্ষণাৎ আমাকে স্বৰ্গ দূতের দ্বাদশ বাহিনী হইতে অধিক দিবেন : ৫৪ কিন্তু তাহ হইলে গুস্থ সকল কি রূপে পূর্ণ হইবে: যে এই মত হইবার আবশ্যক অাছে, ৫ ৫ সেইক্ষণে য়িস্ত লোকারণ প্রতি কহিতে লাগিলেন, তোমরা তলওয়ার ও লাঠী লইয়। যাদশ চোরের প্রতি তাদৃশ কি আমাকে ধরিতে বাহিরাইয়। আসিয়াছ ? আমি প্রত্যহ তোমারদের সঙ্গে মন্দিরে বসিয়া শিক্ষাইতেছিলাম ; কিন্তু তখন তোমার আগমণকে ধরিলা না. ৫ ৬ কিন্তু এসকল করা গেল, ভবিষ্যদ্বক্তারদের গ্রন্থ সকল যেন পূর্ণ হয় । তথন শিষ্যেরা সকলেই তাছাকে ছাড়িয়া পলায়ন করিল, ৫৭ তখন যে সকল য়িস্তকে ধরিয়াছিল, তাহারা কাইয়াফা মহাযাজকের নিকটে তাহাকে লইয়া গেল, যেখানে অধ্যাপকের ও প্রাচীনের সভাস্থ হইল, o ৫৮ কিন্তু পিতর দূরে থাকিয়া মহাযাজকের অক্টালিকায় তাহার পাছে চলিল, এবং শেষ দেখিতে ভিতরে প্রবেশ কবিয়া ভূত্যলোকের সঙ্গে বসিয়া থাকিল. ৫১ তখন প্রধান যাজকগণ ও প্রাচীনলোক ও মন্ত্রিসভা সমূহ য়িস্তকে বধ করিবার কারণ তাহার বিপক্ষে মিথ্যা সাক্ষর অনুসন্ধান করিল, o