পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, সপ্তবিংশতি অধ্যায়, ১৫ তে নিয়মানুসারে সেই পর্ক্সের সময়ে রাজ্যকর্ড। এক জন বন্দী যাহাকে লোকেরা চাহিত,তাহাকে যুক্ত করিয়া তাহারদের স্থানে ছাড়িয়া দিতেন. ১৬ এবং সেই সময়ে তাহারদের এক জন বরাবর নামে বড়ই বিখ্যাত বন্ধুয়ন ছিল, ১৭ তাতএব তাহারা ভাসিয়া যড় হইলে পীলাত তাহাৰ্বদিগকে কছিলেন, আমি কাহাকে তোমারদের স্থানে মুক্ত করিয়া ছাড়িয়া দিব, কি বরাব্বাকে, কিম্ব। য়িস্তকে, যাহাকে খ্ৰীষ্ট বলে, তোমারদের ইচ্ছা কি ? ১৮ কেননা তিনি জানিলেন, যে তাহার ঈর্ষ ভাবেতে তাহাকে সমৰ্পণ করিয়াছিল, ১৯ এবং যখন তিনি বিচার আসনে বসিয়াছিলেন,তখন তাহার স্ত্রী তাহাকে কহিয়া পাঠাইলেক, যে সেই পুকুতর্থিক ব্যক্তির ভাল মন্দেতে কিছ করিও না ; কেননা আজি আমি স্বপ্ন দ্বারাতে তাহার বিষয়ে বহু পুকার দুঃখ পাইয়াছি, ২০ কিন্তু প্রধান যাজকের ও প্রাচীনের লোকারণ্যকে বুৱাইল, যে তাহারা বরাববাকে চাহে, ও য়িস্তকে নষ্ট করে, ং ১ রাজ্যকৰ্ত্ত তাহারদিগকে উত্তর করিয়া কহিলেন, এ দুয়ের মধ্যে আমি কাহাকে তোমারদের স্থানে মুক্ত করিয়! ছাড়িয়া দিব, তোমারদের ইচ্ছা কি ? তাহার কহিল, বরাবরাকে, ২ । পীলাত তাহারদিগকে কছিলেন, তবে য়িস্ত যাহাকে খ্ৰীষ্ট করিয়া বলে, তাছাকে আমি কি করিব? তাহার সকলেই বলিল, যে তাছাকে ক্রুশ দেওয়া যাউক, ২৩ তখন রাজ্যকৰ্ত্ত কহিলেন, কেন সে কি মন্দ করিয়াছে ; কিন্তু তাহারা আরও চেচাইতে লাগিল,যে তাহাকে জুণ দেওয়া যাউক,