পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, অষ্টবি শতি অধ্যায়, ৬ অনন্তর আয়োজন দিৱসের পর দিবসে পুধীন যাজকের ও ফারিসীরা পীলাতের নিকটে একত্র আসিয়া কহিল - ৬ ও মহাশয়, অামারদের স্মরণে পড়িল, যে ও পুৰঞ্চক আপন জীবৎকালে কহুিয়াছিল, যে তিন দিন পরে আমি পুনৰ্ব্বার উঠিব, - ৬ অতএব তৃতীয় দিবস পৰ্যন্ত কবরস্থান সুরক্ষিত হইতে আজ্ঞা করুণ, যে কি জানি তাহার শিষ্যগণ রাত্রি সময়ে আসিয়া তাহাকে হরণ করিয়া লইয়া যায়, পরে লোকেরদিগকে বলে, যে ও মৃত্যু হইতে উঠিয়াছে: তাহাতে শেষ ভূন্তি পুথম হইতে মন্দ হয়. ৬৫ পীলাত তাহারদিগকে কহিলেন, তোমারদের স্থানে প্রহরী এক যঠা আছে, চলিয়া যাও, তাহা আপনারদের যথ সাধ্যে রক্ষা কর গা. ৬৬ অতএব তাহারা যাইয়া পাতরে মোহর দিয়া পুহুরিবর্গ রাথিয় কবরস্থান রক্ষা করিল, অষ্টাবিংশতি অধ্যায়. বিশ্রামবারের অবশেষে সপ্তাহের প্রথমের ভোর হইতে মারিয়া মাগলেন ও অন্য মারিয়া কবরস্থান দেখিতে আইল, ং পরে দেখ মহাভূমিকম্প হইল; কেননা ঈশ্বরের দূত স্বৰ্গ হইতে নামিলেন, এবং আসিয়া পাতরখান দ্বারের নিকট হইতে গড়াইয়া দিয়া তাহার উপর বসিলেন, ৩ তাহার বদন বিদ্যুতের ন্যায়, এবং তাছার পরিচ্ছদ হিমের তুল্য শুক্লবৰ্ণ,