পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, চতুর্থ অধ্যায়, তিনি ঈশ্বরের আত্মাকে কবুতরের ন্যায় নামিতে ও আশরাফু উপর বসিতে দেখিলেন : o ১ ৭ পরে দেখ স্বর্গ হইতে এক উক্তমান শব্দ আইল যে এই আমার প্রিয় পুত্র যাহাতে আমার পরম সন্তোষ । Z চতুৰ্থ অধ্যায় তখন য়িশু শয়তান হইতে পরীক্ষিত হইবার কারণ আত্মার দ্বারাতে পুন্তরে আকৰ্ষিত হইলেন, ং এবং চল্লিশ দিবরাত্রি অনাহারে থাকিলে পরে তিনি ক্ষুধিত হইলেন । ৩ অনন্তর পরীক্ষক তাহার নিকটে আসিয়া কছিল জুমি যদি ঈশ্বরের পুত্র হও তৰে এই পুস্তরগুলা যেন কুটী হয় তাহার আজ্ঞা দেও, ৪ কিন্তু তিনি উত্তর দিয়া কহিলেন লেখা আছে যে মনুষ্য কেবল কুটীতে বাচিবেক না কিন্তু পুতিবাক্য যে ঈশ্বরের মুখ হইতে নির্গত হয় তাহতেই, - ৫ তখন শয়তান তাহাকে পুণ্যনগরে লইয়া গেল এবং মন্দিরের এক চুড়ার উপর রাথিয় দিল, ৬ পরে তাহাকে কহিল যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে নীচে বামপ দিয়া পড় কেননা লিপি আছে যে তিনি তোমার বিষয়ে আপন দূতগণেরদিগকে ভার দিবেন। ༦༣་ তাহারণ তোমাকে হাতে থরিয়া রাথিবে যেন তোমার শি। পাষাণের উপর আছাড় না থায়. ৭ ফ্লিপ্ত তাছাকে কহিলেন ইহাও লেখা আছে যে তুমি আপন পুত্বঈশ্বরকে পরীক্ষা করিব না,