পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোহন, প্রথম অধ্যায়।

১০ তিনি জগতে ছিলেন, এবং তাহ হইতে জগতের সৃষ্টি হইয়াছিল, কিন্তু জগৎ তাহীকে চিনিল না। ১১ তিনি আপন নিজ জনের নিকটে আইলেন, কিন্তু আপন নিজ লোক তাহাকে গ্রহণ করিল না । o ১২ কিন্তু যতেক তাহাঁকে গ্রহণ করিল ও তাহার নামে বিশ্ব করিল, সে সকলের দিগকেই তিনি ঈশ্বরের সন্তান হওনের যোগ্যতা দিলেন । ১৩ তাহারদের জন্ম রক্ত হইতে নয়, শরীরের অভিলাষেতেও নয়, মনুষ্যের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বরই হইতে । ১৪ এবং বাক্য মনুষ্য অবতার হইলেন, ও অামারদের মধ্যে অবস্থান করিলেন ; এবং আমরা তাহীর মহিমা দেখিলাম যেমন পিতার একটি ঔরস পুত্রের মহিমাই অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ। ১৫ য়োহন তাহার বিষয়ে সাক্ষ্য দিল, ও প্রচার করিল, যে আমি যাহার বিষয়ে এই কথা কহিয়াছিলাম, আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমু হইতে শ্রেষ্ঠ হইলেন কেনন। তিনি আমার পূৰ্বে ছিলেন, এ সেই ৷ - ১৬ এবং আমরা সকলেই তাহার পূর্ণত হইতে পাইয়াছি, অনুগ্ৰহেতেই অনুগ্রহ। - ১৭ কেননা মুশার দ্বারা ব্যবস্থা দেওয়া গিয়াছিল বটে, কিন্তু য়িত্ত ষ্টের দ্বারাতে অনুগ্রহ এবং সত্য আসিয়াছে। ১৮ ঈশ্বরকে কোন মনুষ্য কথন দেখে নাই; পিতার হৃদয়বৰ্ত্তী একটি ঔরসপুত্র যিনি তিনি তাহাকে পুকাশ করিয়াছেন। ১৯ য়োহনের সাক্ষী এই, যখন য়হুদীরা য়িরোশলম হইতে যাজক ও লোইয়দের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিতে পাঠাই লক, যে তুমি কেটার