পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, দ্বিতীয় অধ্যায় । ৬ সেখানে য়হুদীরদের শুচি হওন ব্যবহার ক্রমে ছয়ট পাতরের জাল থোয় গিয়াছিল, একই জালায় মোন দুই তিনেক অীটে । ৭ য়িশু তাছারদিগকে কহিলেন, জালা সকল জলেতে ভরিয়া দেও ; এবং তাহার কাণ পৰ্য্যন্ত তাহা ভরিয়া দিল । ৮ পরে তিনি বলিলেন, এখন ঢালিয়া লও, এবং বিবাহ কত্তার নিকট উঠাইয়া লইয়া যাও ; অতএব তাহারণ উঠাইয়া লইয়া গেল । ১ যখন বিবাহ কৰ্ত্তী সে জলোভৰ দক্ষিণ রস চাকিল, তাহণ কোথা হইতে হইল জল বাহক ভূতগণ জানিল বটে ; কিন্তু সে না জানিয়া, বরকে ডাকিয়া তাহাকে বলিতে লাগিল, ১s যে সকল লোক উত্তম দ্রাক্ষ রস প্রথমে বাহির করিয়া থোয়ে, পাছে লোকের যথোচিত পান হইলে পরে তাহা হইতে কিছু মন্দ দেয়, কিন্তু তুমি তো উত্তম দ্রাহ্মণ রস ত্ৰখন পর্যন্তই রাথিয়াছ । ১১ খ্রিস্তু এই আশ্চর্য্যের আরম্ভ গালিলির কানায় করিয়া আপন মহিমা পুকাশ করিলেন, এবং তাহার শিষ্যেরা তাহার উপর বিশ্বাস করিল। ১২ তাহার পরে তিনি কফরনহমে যাইয়া উত্তরিলেন, আপনি এবং আপনার মাতা ভুতারা ও শিষ্যগণ সম্বলিত, কিন্তু সেখানে তাহার অনেক দিবস থাকিলেন না। ১৩ পরে য়হুদীরদের পেসাক্ষ পৰ্ব উপস্থিত হইলে য়িত্ত য়িরোশলমে গেলেন । ১3 এবং মন্দিরের মধ্যে বলদ ও মেষ ও কপোত ব্যাপারিরদিগকে, এবং বণিকের দিগকে সাক্ষাতে উপবিষ্ট দেখিলেন ।