পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, তৃতীয় অধ্যায়। ২৪ কিন্তু য়িস্ত তাহারদের স্থানে আপনাকে সমৰ্পণ করিলেন না, কেননা তিনি সকলকে জানিলেন। ২৫ এবং মনুয্যের বিষয় কাছার পুমাণেতে তাহার আবশ্যক্ত ছিল না ; কেননা মনুষ্যের অন্তরে যাহা হইতেছে তাহ চিনি । জানিলেন। তৃতীয় অধ্যায়। নিকদেমস নামে এক ফারসী য়হুদী লোকের মধ্যে এক জন প্রধান ছিল। ২ সেই রীত্রি সময়ে য়িত্তর নিকটে আইল, এব- উপহাৰুে বুলিতে লাগিল, হে রাৰ্বি, আমরা জানি যে আপনি ঈশ্বরের নিকট হইতে আগত এক জন গুরু বটেন, কেননা এই যে অশ্চির্য্য আপনি করিতেছেন তাহা ঈশ্বরের সহায় ব্যতিরেকে কেহ করিতে পারে না। ৩ য়িত্ত প্রত্যুত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্যং আমি বলি তোমাকে, মনুষ্যের পুনৰ্জ্জন্ম ন হইলে সে ঈশ্বরের রাজ্যকে দেখিতে পরিবেক না। - ৪ নিকদেমস তাহাকে বলিল, মনুষ্যের বৃদ্ধাবস্থা হইলে সে কেমন করিয়া জাত হইতে পারে ; সে কি আরবার আপনি মাতার উদরে প্রবেশ করিয়া জাত হইতে পারে ? ৫ য়িস্ত উত্তর করিলেন, সত্যই আমি তোমাকে কহি, জল ও আত্মা হইতে মনুষ্যের জন্ম ন হইলে, সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পরিবে না। - ৬ যাহা মাস হইতে উদ্ভব তাহ মাসই, এবং যাহা আত্মা হইতে উদ্ভব তাহা আত্মাই। - ৭ ইহাতে তুমি আশ্চর্য জ্ঞান করিও না, যে আমি বলিলাম তোমারদের আরবার জন্মের আবশ্যক আছে।