পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, তৃতীয় অধ্যায় । । ৮ বাতাস যে দিগে ইচ্ছা করে সেই দিগে বহে, এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে কিস্থা কোথায় যায় তাহা তুমি বলিতে গার না ; এই মত আত্মীয় জমি ও গুত্যেক জন ও হয়। ১ নিকদেমস উত্তর করিয়া কহিল, এই কৰ্ম্ম কিরূপে হইতে পরিবে । ১০ খ্রিস্ত তাহকে পুতু্যত্তর করিয়া কহিলেন, তুমি য়িশয়ালের এক জন গুরু বট, তথাচ কি এই কথা জান না ? - ১১ সত্যং আমি তোমাকে কহি, আমরা যাহা জানি তাহা কহি, এবং যাহা দেখিয়াছি তাহার প্রমাণ দিতেছি ; কিন্তু আমার দের পুরাণ তোমরা স্বীকার কর না। ১ং আমি তোমারদিগকে সা-সারিক কথা কহিলে যদি বিশ্বাস না কর, তবে স্বগীয় কথা কহিলে তোমরা কেমনে রিশ্বাস করিব । ১৩ এবং স্বগেতে কোন মনুষ্য উঠে নাই সেই ব্যতিরেক যে স্বৰ্গ হইতে নামিল, সে মনুষ্য পুত্রই যে স্বগেতে বত্তমান আছে। ১৪ এবং মহাপুান্তরে মুশ যেমত সপকে উদ্ধে উঠাইলেন, সেই মত মনুয়ং পুত্রের উত্থান হইতে হয় । ১৫ তাহাতে যে কেহ তাহার উপর বিশ্বাস করে, সেই যেন নষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ১৬ কেননা জগৎ প্রতি ঈশ্বর এমন স্নেহ করিলেন যে তিনি আপন একটি ঔরস পুত্রকেই প্রদান করিলেন, তাহতে যে কেহ তাহার উপর বিশ্বাস করে, সে যেন নষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায় । ১৭ কেননা ঈশ্বর আপন পুত্রকে জগতের দণ্ড লাগাইতে -