পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোহন, তৃতীয় অধ্যায় । ২৭ রোহন গুজু্যত্তর করিয়া বলিল, স্বৰ্গ হইতে দত্ত না হইলে মনুষ্যটা আপন হইতে কিছু লইতে পারে না। ২৮ তোমরা আপনারা আমার সাক্ষ্মী আছি যে আমি কহিয়ছিলাম, আমি খ্ৰীষ্ট নহি, কিন্তু তাহার আগে প্রেরিত হইয়াছি। ২১ কন্যা যে পায় সেটা বর, কিন্তু বরের মিত্র যে তাহার কথা শুবণ করিয়া দাড়াইতেছে, সে বরের রবেতে অত্যন্ত অয়দি করে; অতএব এই যে আমার আনন্দ তাহী সয়ণ হইল। ৩০ তাহীর বৃদ্ধি এবs অামার হ্ৰাসত হইতেই চায়। ৩১ যিনি উপর হইতে আইলেন তিনি সকলের প্রধান ; যে পৃথিবী হইতে হয় সে পৃথিবী, এবং পৃথিবীর কথা কছে; যিনি ঘূর্ণ হইতে আগত তিনি সকলের উপর হন। ৩ং এবং তিনি যাহা দেগ্নিয়ছেন ও শুনিয়াছেন তাহ তিনি প্রামাণ্য করিয়া কহেন, কিন্তু তাহার সাক্ষী কোন মনুষ্য গ্রহণ করে না | - ৩৩ যে তাহার সাক্ষী গ্রাহ্য করিয়াছে সে অপেন সুদুর ছাপ দিয়াছে যে ঈশ্বর সত্যই বটেন । ৩৪ কেননা যিনি ঈশ্বরের প্রেরিত আছেন, তিনি ঈশ্বরেক্ট কথা কহেন ; ঈশ্বর তাহাকে পরিমাণ রূপে আত্মা দেন না । ৩৫ পুত্রে পিতার স্নেহ আছে, এবং তাহার হস্তে সকল বস্তু সমপর্ণ করিয়াছেন ; -- ৩৬ যে ব্যক্তি পুত্রের উপর বিশ্বাস করে তাহার অনন্ত জীবন আছে; কিন্তু যে পূত্ৰেতে বিশ্বাস না করে সে জীবনের দর্শন ও পাইবে না? কিন্তু তাহার উপর ঈশ্বরের ক্রোধানল থাকে। o চতথ আধ্যায় । இ. - অতএব প্রভূ যখন জ্ঞীত হইলেন যে ফারসীরা শুনিয়াছিল মোহন হইতে য়িত্ত অধিক শিষ করেণ এবং সুনি করায়ঃ