পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, চন্তর্থ অধ্যায়। ১২ অামারদের পিতৃয়াকুব যিনি আমারদিগকে কুপটাও দিলেন, এবং আপনিও আপন হাওয়াল ও গো মেষাদি সকল তাহাতে পানও বরি লেক তুমি কি তাহা হইতে বড় ? ১৩ খ্রিস্ত তাহাকে উত্তর দিয়া কহিলেন, এই জল যে কেহ পান করে সে পুনৰ্বার তৃত্ত্বিত হইবেক। ১৪ কিন্তু যে কেহ সেই জল পান করে যে আমি তাহাকে দিব, লে কথন জুস্থিত হইবে না; কেননা যে জল অামি তাহণকে দিব, সে তাহার অন্তরে জল কুপ হইয়া অনন্ত জীবনাবধি উঠিবে। ১৫ সে স্ত্রীলোক তাহাকে বলিল, মহাশয় ঐ জল আমাকে দেন, যেন আমি ভূষিত না হই, এবং এখানে জল উঠাইবার জন্য না আইসি । ১৬ য়িস্ত তাহকে বলিলেন, যাও তোমার স্বামিকে ডাকিয়া এখানে আইসগা ৷ ১৭ সে স্ত্রীলোক উত্তর করিয়া বলিল, আমার স্বামী নাই। য়িত্ত তাহাকে কছিলেন, তুমি ভাল কহিল যে আমার স্বামী নাই। ১৮ কেননা তোমার পাচ স্বামী হইয়াছিল, কিন্তু এখন যে তোমার স্থানে থাকে সে তোমার স্বামী নয় বটে; ইহাতে তুমি পুকৃত কহিলা । ১১ সে নারী তাহীকে বলিল, মহাশয় আমি বুঝিলাম যে আপনি ভবিষ্যদ্বক্ত হন। ২০ অামারদের পিতৃ লোক এই পৰ্বতে পূজা করিত, কিন্তু আপনার বলেন যে মনুষ্যেরদের পূজা করিবার কৰ্ত্তব্য স্থান য়িরোশলমে আছে। ". . ২১ খ্রিস্ত তাহাকে কহিলেন, হেনরি আমার কথা প্রত্যয় কর যে এমন কাল আসিতেছে যথন তোমরা পিতার পূজা এই পৰ্ব তেও করিব না, য়িরোশলমেও করিব না।