পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, চত্তথ অধ্যায়। ৩২ কিন্তু তিনি তাহারদিগকে কহিলেন, আমার স্থানে ভক্ষ্য থাইতে আছে যাহা তোমরা জান না। ৩৩ অতএব শিষ্যেরা পরল্পর বলিতে লাগিল, কি কেহ তাহার স্থানে কিছু থাইবার বস্তু আনিয়া দিয়াছে? ৩৪ য়িস্তু তাহারদিগকে বলিলেন, আমাকে যিনি পঠাইয়া দিলেন তাহার ইচ্ছা পালন করিতে এবং তাহার কৰ্ম্ম পূর্ণ করিতে এই আমার ভক্ষ্য। ৩৫ তোমরা বলিও না যে আর চারি মাস আছে তৎপরে শস্য কাটনের সময় হইবে, ছেদে তোমারদের চক্ষু উঠাইয়া ক্ষেত্র প্রতি দৃষ্টি কর ; আমি বলি তোমারদিগকে যে এখনি তাহা কা- , টিবার মত ধবল হইয়াছে। ৩৬ এবং যে কাটে সে বেতন পায় আর অনন্ত জীবন নিমিত্তে ফল সংগ্রহ করে, তাহাতে বুনন এবং কাটন্যা উভয়ের আনন্দ হয়। " ৩৭ ইহাতে এই উক্তিও পুকৃত আছে, যে একজন বুনে, অন্য জন কাটে । o ৩৮ যাহাতে তোমারদের শুমের ব্যায় হয় নাই, তাহাই কাটিতে আমি তোমারদিগকে পাঠাইয়া দিয়াছি; অন্য লোক শুন করিল, এবং তোমরা তাহার কৰ্ম্মেতে গুৰিষ্ট হইয়াছ। ৩১ পরে সেই স্ত্রী লোক যে এই পুমাণ দিয়াছিল আমি যাহা কোন সময়ে করিয়াছি সে সকল তিনি আমাকে কহিয়া দিলেন, তাহার কথা প্রযুক্তি সেই নগরে অনেক শমরণী তাহার উ র বিশ্বাস করিল। - ৪০ এতদৰ্থে শমরণীর তাহার নিকটে পৌঁছিয়া তাহারদের এখানে অৱস্থান করিতে তাহাকে কাকুতি মিনতি করিতে লাগিল, এবং তিনি তাহারদের স্থানে দুই দিবস থাকিলেন।