পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়েহিন, পঞ্চম অধ্যায়। ৬ যখন য়িত্ত তাহীকে শয়ানে দেখিলেন, তাহার এই মত বহুকালের গতিক জানিয়া, তাহাকে কহিলেন, তুমি নাকি সূস্থ হইতে চাহ । ৭ সে অবশ মানুষ উত্তর দিল, মহাশয়, জল যখন হেলে তখন আমাকে পুষ্করিণীতে নামাইতে আমার স্থানে কেহ নাই, কিন্তু আমি যাইতেং অন্য কেহ আমার আগে গিয়া নামে । ৮ য়িস্তু তাহকে কহিলেন, উঠ, তোমার শয্যা লইয়া হাটিয়া যাও । - ১ এবং সে মনুষ্য তৎক্ষণাৎ সুস্থ হইল, ও আপন শয্যা লইয়া হাটিতে লাগিল; কিন্তু সেই দিবস বিশ্রামবার ছিল। ১০ অতএব য়হুদীরা সে সুস্থ হওয়া মনুষ্যকে কহিলেক, বিশ্রামবার আছি, তোমার শয্যা লইয়া যাইতে কৰ্ত্তব্য নহে। ১১ সে উত্তর করিল, আমাকে যিনি সুস্থ করিলেন তিনি আমাকে বলিলেন, যে তোমার শয্যা উঠাইয়া লইয়া চল । ১ং তখন তাহারণ জিজ্ঞাসা করিল, যে তোমার শয্যা উঠাইয়া লইয়া চল, এ কথা কোন মনুষ্য তোমাকে কহিল? ১৩ কিন্তু সে কেট ছিল ঐ সুস্থ হওয়া ব্যক্তি জানিল না, কেননা ঐ স্থানে লোকের ঘট হওয়াতে য়িস্তু আপনাকে গুপ্ত করিয়া স্থানান্তরে গিয়াছিলেন। ১৪ তদনন্তরে য়িস্ত তাহার সাক্ষাৎ মন্দিরে পাইলেন, এবং তাহাকে কহিলেন, দেখ তুমি সুস্থ হইয়াছ, আরবার পাপ করিও না, যে কি জানি তোমাকে ইহাহইতে মন্দতর কোন আপদ বা ঘটে । ১৫ সে মনুষ্য পুস্থান করিয়া য়হুদীরদিগকে কহিয়াদিল হে য়িন্ত আমাকে আরোগ্য করিলেন । ১৬ অতএব য়িত্ত এ কৰ্ম্ম বিশ্রামবারে করিয়াছিলেন ইহার