পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, পঞ্চম অধ্যায়। কারণ য়হুদীরা তাহকে তাড়না করিল, এবং বধ করিতে অনু সন্ধান করিলেক । ১৭ কিন্তু য়িস্ত তাহারদিগকে উত্তর দিলেন, যে আমার পিত অদ্যপি কাৰ্য্য করেণ, এবং আমিও করি । ১৮ অতএব য়হুদীরা তাহাকে সংহার করিতে ততোধিক চেষ্টা পাইলেক, য়ে তিনি কেবল বিশ্রামবারের লড্ৰন করিয়াছিলেন না, কিন্তু ঈশ্বর আমার পিতা বলিয়া তিনি আপনাকে ঈশ্বরের সম তুল্যও দেখাইলেন । - ১১ তখন য়িত্ত উত্তর করিয়া কহিলেন, সত্যং আমি বলি তোমারদিগকে, পিতার ক্রিয়া যাহা দেখেতদ্ব্যতিরেকে পুত্র আপন হইতে কিছু করিতে পরিবেক না, পিতা যে কিছু করেণ তাহাই পুত্রও করেণ । - ২০ কেননা পুত্রে পিতার সুেহ আছে, এবং আপনি যাহা করেন তাঁহাকে সমস্ত দেখান ; এব- এ কার্য্যহইতে আর বড় কৰ্ম্ম দেখাইবেন, যেন তোমারদের আশ্চর্য জ্ঞান হয় । ২১ কেননা পিতা যেমত মৃতেরদিগকে উঠান ও জীবান, সেই মত পুত্রও যাহাকে ইচ্ছা করেন তাহাকে জীবান। ২২ বর পিতা কোন মনুষ্যের বিচার করেন না, কিন্তু সকল বিচার পুত্রের স্থানে সোপিয়া দিয়াছেন। ২৩ তাহীতে সকল লোক যেমত পিতাকে সন্ত্রম করে সেই মত পুত্রকেও সন্ত্রম করে, যে ব্যক্তি পুত্রের সন্ত্রম করে না সে তাহার প্রেরণকৰ্ত্ত পিতারও সমুম করে না। ২৪ সত্যং আমি কহি তোমারদিগকে, আমার কথা শুনে, এবআমাকে যিনি প্রেরণ করিলেন তাহার উপর বিশ্বাস করে, সে অনন্ত জীবন পুপ্তি হয়, এবং দণ্ডপাত্র হইবে না, কিন্তু মুতু হইতে উত্তীর্ণ হইয়া জীবনে পুরিষ্ট হইয়াছে।