পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, চতুর্থ অধ্যায়, ১৮ অনন্তর য়িস্ত গালিলি সাগরের তীরে চলিতে , শ্ৰীমন যাহকে পিতর বলে ও তাছার ভাই আন্দ্র দুই ভূতাকে সাগরের মধ্যে জাল ফেলিতে দেখিলেন কেননা তাহারা মাছয় ছিল, ১১ তিনি তাহারদিগকে কছিলেন আমার পশ্চাৎআইস ও আমি তোমারদিগকে মনুষ্য ধরা করিব, ২০ এবং তৎক্ষণাৎ তাহার। জলি পরিত্যাগ কৱিয়। তাহার পশ্চাৎ গমন করিল, ২১ পরে সেখান হইতে যাইতে আর দুই ভাতা জেৱৰ্দীর পুত্ৰ য়াকুব ও তাহার ভাই য়োহনকে এক নৌকায় তাহারদের পিত। জেবাদীর সহিত জাল সারিতে দেখিলেন এবং তিনি তাহারদিগকে ডাকিলেন. ২২ ও তাহার। তৎক্ষণে নৌকা ও আপনারদের পিতাকে ছাড়িয় তাহার পশ্চাদগামী হইল, ২৩ পরে য়িস্ত তাহারদের সিনাগগে শিক্ষাইতে ২ ও রাজ্যের মঙ্গল সমাচার প্রচার করিতে খ এবং লোকেরদের মধ্যে সৰ্ব্ব পুকার রোগ ও সৰ্ব্ব পুকার পীড়া সুস্থ করিতে গালিলি দেশ সমুদায় ভূমণ করিলেন. ২৪ এবং তাহার এ্যাতি সিরিয়ার আদ্যোপান্ত ব্যাপিল পরে যে সকল লোক নানা প্রকার রোগেতে ও ব্যথাতে পীড়িত ছিল এবং ভূতগুস্ত ও উন্মাদ ও অৰ্দ্ধাঙ্গী এই সকলের দিগকে লোকের। তাছার নিকটে আনিল এবং তিনি তাহার দিগকে সুস্থ করিলেন, ং ৫ এবং গালিলি ও দেকাপোলিষ ও য়িরোশলম ও য়িহুদীয় ও য়িদিনের ওপার হইতে বহু লোকারণ তাহার পশ্চাৎ গমন করিল,