পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, পঞ্চম অধ্যায়। ২৫ সত্যং আমি বলি তোমারদিগকে, সময় আসিতেছে এবং সমুতিও আছে, যখন মৃত লোকের ঈশ্বরের পুত্রের রব শুনিবে, ও যাহার শুনে তাহারা জীবমান হইবে । ২৬ কেননা যেমত পিতা স্বয়ং জীবী আছেন, সেই মত পুত্রকেও স্বয় জীবী হইতে দিয়াছেন। ২৭ এবং তিনি মনুষ্যের পুত্র হওয়াতে তাহাকে বিচার সাধিবার শক্তিও দিয়াছেন । ২৮ ইহাতে আশ্চৰ্য্য ভাবিও না, সময় আসিতেছে যাহাতে কবরস্থ সকলেরাই তাহার রব শুনিবে । ২৯ এবং বাহিরে আলিবে, সুক্ৰিয়া কারির জীবনাথ পুনরুথানে, এবং কুক্ৰিয়া কৰ্ত্ত দণ্ডার্থ পুনরুত্থানে। ৩০ আমি আপনাহইতে কিছু করিতে পরিব না, যেমত শুনি সেই মত বিচার করি, এবং আমার বিচার প্রকৃত; কেননা আমি আপন ইচ্ছার অনুসন্ধান করি না, কিন্তু পিতা যিনি আমাকে পাঠাইলেন তাহার ইচ্ছা। ৩১ যদি আপন বিষয়ে সাক্ষী দি,তবে আমার সাক্ষী সত্য নহে। ৩২ অার একটা আছেন যিনি আমার জন্য সাক্ষী দিতেছেন, । এবং তিনি যে প্রমাণে আমার সাক্ষী দেন সেই পুমাণ সত্য আমি জানি । ৩৩ তোমরা য়োহনের ঠাই পাঠাইয়া দিলা, এবং সেও সত্যের গুতি প্রমাণ দিয়াছে। ৩৪ কিন্তু আমি মনুষ্যের স্থানে সাক্ষী লই না, কিন্তু আমি এ কথা কহি, যেন তোমারদের পরিত্রাণ হয় । ৩৫ সেই একটা পুজ্বলিত ও তেজস্কর দীপক ছিল, এবং তোমরা কতক্ষণে তাহার দীপ্তিতে আহ্বাদ করিতে নিবিষ্ট ছিল।