পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ষষ্ঠ অধ্যায় ৪৬ এমন যে কোন মনুষ্য পিতাকে দেখিয়াছে তাহ নয়, সেই ব্যতিরেক যিনি ঈশ্বরহইতে আছেন ; তিনিই পিতাকে দেখিয়াছেন । ৪৭ সত্যং আমি বলি তোমারদিগকে, আমাতে যে প্রত্যয় করে তাহার অনন্ত জীবন আছে। ৪৮ আমিই সেই জীবনের রুটী । ৪১ তোমারদের পিতরা মহাপুন্তিরে মান্ন খাইয়া মরিয়াছে। ৫e এই সে রুটী স্বৰ্গহইতে আইসে যে তাহা থাইলে মনুষ্য মরে না । ৫১ অামি জীবনীয় রুটী যে স্বৰ্গহইতে আইল, এ রুটী কোন মনুষ্য যদি থায় তবে সে নিত্য জীবী হইবে ; এবং যে রুটী আমি দিব সে আমার মাস যাহা আমি জগতের জীবন হেতু প্তদান করিব। - ৫২ ইহাতে য়হুদীরা পরল্পর বচসা করিয়া কহিতে লাগিল, এ মানুষ আপন মাস আমারদিগের খাওয়াইবার জন্য কিরূপে দিবে ? ৫৩ তখন য়িস্ত তাহারদিগকে কছিলেন, মনুষ্যপুত্রের মাস না থাইলে এব• তাহার রক্ত না পিয়িলেও তোমারদের অন্তরে জীবন নাই । ৫৪ যে কেহ আমার মাংস খায় এব• আমার রক্ত পান করে তাহার অনন্ত জীবন আছে, এবং শেষ দিনে আমি তাহাকে উঠাইয়া দিব । ৫৫ কেননা আমার মাংস নিতান্তু খাদ্য এব- অামার রক্ত নিতান্ত পেয় । ৫৬ যে আমার মাংস ভোজন করে এব• আমার রক্ত পান করে সেই অামাতে বৰ্ত্তিতেছে, এৰণ আমি তাহাতে ।