পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ষষ্ঠ অধ্যায় । ৬৭ তখন য়িস্ত দ্বাদশটারদিগকে কহিলেন, কি তোমরাও যাইবা ? ৬৮ তবে শামন পিতর উত্তর হরিল হে শুভ আমরা কাহার স্থানে যাইব ? অনন্ত জীবনের কথা তোমার স্থানে । ৬১ এবং আমরা পুত্যয় করি, ও নিশ্চয় জানি, যে ভূমি খ্ৰীষ্ট জীবমান ঈশ্বরের পুত্র। - ৭০ য়িস্ত তাহারদিগকে পুতু্যত্তর দিলেন, আমি তোমা দ্বাদশ জনেরদিগকে বাছিয়া লইলাম কি না ; কিন্তু তোমারদের মধ্যে এক জন আছে শয়তান । - ৭১ তিনি শামনের পুত্র য়িহদা স্থারিওটার বিষয়ে এ কথা কহিলেন, কেননা সেই দ্বাদশের এক জন হইয় তাহাকে বিশ্বাস ঘাতকী করবে। সপ্তম অধ্যায় । ইহার পরে য়িস্ত গালিলির মধ্যে ভূমিতে লাগিলেন, এবং য়হুদা দেশে ভূমিতে চাহিলেন না, কেননা য়হুদীরা তাহদ্ধে বধ করিতে চেষ্টা করিল। ং ইহাতে য়হুদীরদের তাম্বুপৰ্ব উপস্থিত হইল। ৩ অতএব তাহার ভাতৃগণ তাহাকে কহিলেক, এখানহইতে পুস্থান করিয়া য়হুদা দেশে যাও, যেন তোমার শিষ্যেরাও তোমার ক্রিয় দেখে । - ৪ কেননা আপনি পুকাশ মতে বিদিত হইতে চাহিলে, কোন মানুষ গোপনে কিছু করে না; তুমি যদি এ কার্য্য করহ, তবে জগৎ পুতি আপনাকে দেখাইয়া দেও। ৫ কেননা তাহার ভুতারাও তাহাকে বিশ্বাস করিল না। ৬ তখন য়িস্ত তাহারদিগকে কহিলেন, আমার সময় এখন আইসে নাই, কিন্তু তোমারদের সময় সতত উপস্থিত ।