পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, সপ্তম অধ্যায়। ৩৭ শেষ দিবসে পর্বের মহাদিবস য়িত্ত দাড়াইয়া উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিলেন, কোন মনুষ্য যদি সৃষ্ণিত হয়, সে আমার স্থানে আসিয়া পান করুক। ৩৮ যে আমাতে বিশ্বাস করে, ধৰ্ম্মগ্রন্থে যেমত বলে, তাহার উদরহইতে অমৃতজলের নদী বহিবে। ৩৯ কিন্তু ইহা তিনি কহিলেন, সে আত্মার বিষয় যে তাহার বিশ্বাসকেরা পাইবে, কেননা য়িত্তর মহিমা প্রকাশ তখন সিদ্ধ হয় নাই, এ জন্য ধৰ্ম্মাত্মা তাবৎ দেওয়া যায় নাই। ৪০ অতএব লোকেরা এ কথা শুনিয় অনেকে কহিলেক, এই নিশ্চিত সেই ভবিষ্যদ্বক্তা । ৪১ অন্যে বলিল, এই খ্ৰীষ্ট বটে ; কিন্তু কেহ বলিল, গ্রীষ্ট কি গালিলিহইতে আসিবে f ৪২ ধৰ্ম্মগ্রন্থে কহে কি না, যে দাউদের বীর্য এবং দাউদের জন্মস্থান বীতলহম নগরহইতে খ্ৰীষ্ট আসিবেন ? ৪৩ অতএব তাহার বিষয়ে লোকের মধ্যে ভিন্নবাক্যতা হইল । ৪৪ এবং কতেক তাহাকে ধরিতে চাহিল, কিন্তু কোন জন তাহার উপর হাত দিল না। ৪৫ পরে পেয়াদীগণ পুধান যাজক এবং ফারসীরদের স্থানে ফিরিল ; তাহাতে তাহার কহিলেক, তোরা কেন আনিলি না ? ৪৬ পেয়াদার উত্তর দিল, যে এই মনুষ্য যেমত কথা কছেন, এমত কথা কোন মনুষ্য কথন কহে নাই। ৪৭ তখন ফারসীর পুতু্যুত্তর করিলেক, কি তোরাও ড্রান্ত হইলি ?