পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়েহিন, অষ্টম অধ্যায় । ২৬ তোমারদের বিষয়ে আমার অনেক কথা কহিতেও বিচার করিতে আছে, কিন্তু আমাকে যিনি প্রেরণ করলেন তিনি সত্য, এবং তাহার স্থানে যাহা শুনিয়াছি তাহ জগৎকে কহিতেছি। ২৭ তাহারা বুঝিল না, যে তিনি পিতার প্রসঙ্গ তাহারদিগকে কহিতেছেন। ২৮ তখন য়িত্ত তাহারদিগকে বলিলেন, তোমরা যখন মনুহ য্যের পুত্রকে উদ্ধে উঠাইবা, তখন জ্ঞাত হইবা, যে আমি সেই, এবং যে আপনাহইতে আমি কিছু কহি না, কিন্তু পিতাহইতে শিক্ষিত হইয়া আমি এ সকল কহি । - ২১ এবং আমাকে যিনি পাঠাইলেন, তিনি আমার সহিত আছেন ; পিতা আমাকে একাকী ছাড়িয়া দেন মাই, কেননা আমি তাহার তোষক ক্রিয় সতত করি। ৩০ যাবৎ এ কথা কহিতেছিলেন, তাবৎ অনেকে তাহার উপর প্রত্যয় করিল। ৩৯ গরে য়িম্ভ আপিন বিশ্বাসক য়হুদীরদিগকে বলিলেন, যদি আমার কথায় সাব্যস্ত থাক, তবে তোমরা আমার শিষ্য নিতান্ত । ৩২ এবং তোমরা সত্যকে জানিবা, ও সত্যতা তোমারদিগকে মুক্ত করবে। ৩৩ তাহীরা উত্তর করিল, আমরা আবিরহামের বংশ, আমরা কোন লোকের বশতপন্ন কথন হই নাই, তুমি কেমনে কহ, যে তোমরা মুক্ত হইবা ? ৩৪ য়িস্ত পুতু্যত্তর করিলেন, সত্যং আমি কহি তোমারদিগকে যে কেহ পাপ করে, সে পাপের সেবক আছে। ৩৫ এবং সেবক যে সে বটিতে সতত থাকে না, কিন্তু পুত্ৰ সতত থাকেন । ৩৬ অতএব পুত্র যদি তোমারদিগকে মুক্ত করেন, তবে মুক্ত হইবা নিতান্ত । -