পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাভিউ, পঞ্চম অধ্যায়. ১ং উল্লাস করহ এবং অত্যন্ত আনন্দিত হও কেননা স্বর্গেতে তোমারদের পুতিফল বড় কেমন। এই মতে তাহারা ভবিষ্যদ্বক্তগণেরদিগকে তোমারদের পূৰ্ব্বে তাড়না করিল, ১৩ তোমরা পৃথিবীৱ লবণ কিন্তু যদি লবণের স্বাদ যায় তবে কিসেতে স্বাদ যুক্ত হইবে সে আর কোন কর্ঘ্যের নহে কেবল ফেলিবার ও মনুষ্যেরদের পদতলে দ্বলিত হই বার কারণ. ' ১৪ তোমরা জগতের দীপ্তি গিরিস্থিত নগর ক্ষে সে গুপ্ত হইতে পরিবেক ম]. ১৫ এবং মনুষ্যের প্রদীপ জ্বালিয়া কাঠার নীচে থোয় না কিন্তু দীপদানের উপর ভগ্নহাতে হরের মধ্যকার সকলের দিগকে দীপ্তি দেয়, ১৬ তোমারদের দীপ্তি মনুষ্যেরদের গোচবে এমত প্রকাশ হউক যে তাহার তোমারদের সূক্রিয় দেখিয় তোমারদের স্বৰ্গস্থ পিতার গৌরব যেন করে. ১৭ এই অনুভব করিওনা যে আমি ব্যবস্থা ও ভবিষ্য দ্বাণী নিবৰ্ত্ত করিতে আসিয়াছি আমি নিবৰ্ত্ত করিতে আসি নাই কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি, ১৮ কেননা আমি তোমারদিগকে সত্য কহি যাবৎ স্বৰ্গ ওপথিবী লুপ্ত না হয় তাবৎ সমূহ পূর্ণ না হইলে ব্যবস্থা হইতে এক মাত্রা কিম্ব এক ৱিন্দুর লোপ হইবে না, ১১ অতএব যে কেহ এই আজ্ঞার মধ্যে সকলের লঘুতর কোন এক আজ্ঞার লঙ্ঘন করে ও মনুষেরদিগকে তদনুসারে শিক্ষায় সে স্বর্গের রাজ্যের মধ্যে সকলের লঘুতর গণিত হুইবে কিন্তু যে কেছ তাহ পালে ও শিক্ষায় সেই স্বর্গের রাজ্যের মধ্যে গুরুতর কহ। যাইহে,