পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, নৰম অধ্যায়। ৫৫ তথাপি তাহাকে তোমরা জান না, কিন্তু অমিতাহীকে জানি, যদি আমি বলি যে তাহাকে জানি না তবে তোমারদের মত মিথ্যাবক্তা আমি হইব, কিন্তু আমি তাহাকে জানি, এবং তাহার কথা পালন করি । - ৫৬ তোমারদের পিতা অর্ণবয়হাম আমার সময় দেখিতে বহু অকিঞ্চন করিল, এব• তাহ দেখিল, ও আনন্দিত হইল । ৫৭ তখন য়হুদীরা তাহাকে বলিল, তোমার বয়ঃক্রম অদ্যাপি পঞ্চাশ বৎসর হয় নাই, তুমি না কি আবিরহীমকে দেখিয়াছ ? ৫৮ য়িস্ত তাহারদিগকে কহিলেন, সত্যং আমি কহি তোমারদিগকে আবরহামের বর্তমান পূৰ্বে আমি আছি। ৫১ তখন তাহারা পুস্তর উঠাইয় তাহার উপর ফেলিয়া দিতে উদ্যত হইল, কিন্তু য়িস্তু আপনাকে গুপ্ত করিলেন, এবং তাহারদের মধ্য দিয়া গতি করিয়া মন্দিরের বাহির হইয়া পুস্থান করিলেন । নবম অধ্যায় । গতি করিতেং তিনি এক মনুষ্যকে দেখিলেন, যে আপন জন্মবধি অন্ধ ছিল। ২ তাহার শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেক, যে কেট পাপ করিয়াছিল তাহাতে এ মানুষ অন্ধ হইয়া জন্মিল, সে আপনি কিম্বা তাহার মাতা পিতা ? - ৩ য়িত্ত উত্তর দিলেন, এ মনুষ্যও পাপ করে নাই, তাহার পিতা মাতাও করে নাই, কিন্তু ঈশ্বরের ক্রিয় যেন তাহাতে প্রকাশিত হয় । ৪ দিন থাকিতেই আমার প্রেরণকৰ্ত্তার কৰ্ম্ম আমাকে করিতে হয়, রাত্রি আসিতেছে, তখন কেহ কাৰ্য্য করিতে পরিবেক না । ৫ যাবৎ আমি জগতে আছি, তাবৎ আমি জগতের দীপক ।