পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, নবম অধ্যায়। ৩৪ তাহার প্রত্যুত্তর করিয়া তাহাকে কহিল, তুই নিতান্তই পাপে জন্মিলি, তুই কি আমারদিগকে শিক্ষাইতেছিস ; পরে তাছাকে বহির্ভ ত করিয়া পরিত্যাগ করিল। ৩৫ য়িস্ত শুনিলেন, যে তাহারা তাহাকে বাহির করিয়াছিল, পরে তাহার সাক্ষাৎ পাইয় তাহাকে কহিলেন, তুমি না কি ঈশ্বরের পূত্রে বিশ্বাস করহ ? ৩৬ সে উত্তর করিয়া কহিল, তিনি কেটা পুভে, যে আমি তাহাকে বিশ্বাস করিব ? ৩৭ য়িত্ত তাহাকে কহিলেন, তুমি তাহাকে দেখিয়াছ, এবং যে ব্যক্তি তোমার সহিত কথাবাৰ্ত্ত কহিতেছে, তিনি সেই ৷ ৩৮ তখন সে বলিল, হে পুভেী, আমি বিশ্বাস করি। ইহা বলিয় তাহাকে ভজনা করিতে লাগিল । ৩১ পরে য়িস্ত কহিলেন, আমি দণ্ডের নিমিত্তে এ জগতে আসিয়াছি, যেন চক্ষুহীন সকল দেখিতে পায়, এবং চক্ষুদ্ৰানের অন্ধ হয়। - ৪০ তৎপরে তাহার নিকটবৰ্ত্তি কতেক ফারসীরা এ কথা শুনিয়া তাহাকে বলিল, কি আমরাও অন্ধ ? ৪১ য়িত্ত তাহারদিগকে কহিলেন, যদি তোমরা অন্ধ হইতা, তবে তোমারদের পাপ হইত না ; কিন্তু এখন তোমরা বল, আমরা দেখিতেছি, অতএব তোমারদের পাপ থাকিল । দশম অধ্যায়। সত্যং আমি কহি তোমারদিগকে, দ্বার না দিয়া যে অণড়েতে চড়িয়া মেষ বাড়ীতে প্রবেশ করে, সেই চোর ও ডাকাইত। ২ কিন্তু দ্বার দিয়া যে পুবেশ করে, সেই মেষের পালক। ৩ দ্বারী তাহাকে দ্বার খুলিয়া দেয়, এবং মেষ তাহার রব