পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, দশম অধ্যায়। শুনে, এবং সে আপনার মেষ সকল নামেং ভাকিয়া বহিরে আনে । - ৪ এবং আপন মেয সকল বাহির করিয়া দিলে পরে তখন সে তাহারদের অগ্র হইয়া যায়, এবং তাহার মেষ পাছেই চলে, কেননা তাহার রব তাহারা জানে । ৫ এবং অন্যের গাছে তাহারা যাইবে না, কিন্তু তাহার নিকটহইতে পলায়ন করিবে, কেননা অন্যের রব তাহারা জানে না । ৬ য়িস্তু এই উপমা তাহারদিগকে কহিলেন, কিন্তু তাহারণ বুঝিল না, তিনি কি বিষয়ের কথা কহিয়াছিলেন। ৭ তখন য়িত্ত পুনরায় তাহারদিগকে বলিতে লাগিলেন, সত্যং আমি তোমারদিগকে কহি, আমিই মেষ বাড়ীর দ্বার । ৮ আমার পূৰ্বে যতেক আইল, সকলি চোর ও ডাকাইত, কিন্তু মেষ সকল তাহারদের কথা শুনিল না । ১ আমিই দ্বার, অামা দিয়া যদি কেহ পুবেশ করে সে রক্ষা পাইবে, এবং ভিতরে বাহিরে গমনাগমন করিয়া চরাই পাইবে । ১০ চেরি যে সে চৌর্য ও বধ ও বিনাশ কারণ ব্যতিরেক আইসে না ; আমি আসিয়াছি, যেন তাহারদের জীবন হয়, এবং তাহার বাহুল্যতাও হয় । ১১ অামি ভাল মেষপালক, ভাল মেষপালক যে সে মেষের কারণ অীপন পুণ দেয়। ১ং কিন্তু বেতন্য য়ে সে পালক না হইয়া মেষ তাহার নিজ নহিলে কে দুয়ার ভাগমন দেখিয়া মেষ গুলা ছাড়িয়া পলায়ন করে, এবং কোয় অহারদিগকে ধরিয়া মেষ পালুকে ছিন্নভিন্ন করে, বেতনাগ পলায়ন করে । ১৩ কি জন্য, না সে আছেই বেতন্য, এবং মেষের কারণ নিশ্চিন্ত থাকে।