পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়েiহম, দশম অধ্যায়। ১৪ আমি ভীল মেষপালক, এবং আলপন নিজকে চিনি, এবং আপন নিজের ঠাই চিনিত আছি ! - ১৫ যেমত পিতা আমাকে জানেন, সেই মত আমি পিতাকে জানি, এবং মেষের কারণ আপন প্রাণ সমৰ্পণ করি । ১৬ কিন্তু এই পাল ছাড়া অামার আর মেষ আছে, সে সকল ও আমাকে আনিতে হয়, এবং তাহারা আমার রব শুনিবে, এবং এক পল এক পালক হইহে । ১৭ অতএব আমার পিতা এই জন্য আমাকে স্নেহ করেন, যে আমি আপন পুণের পুনৰ্গহণ করিতে তাহাকে সমর্পণ করি । تيةs ১৮ কোন জন আমাহইতে লইতে পারে না, কিন্তু আপল স্বেচ্ছায় তাহ সমপর্ণ করিতেছি । তাঁহাকে সমর্পণ করিতে আমার শক্তি আছে, এবং তাঁহাকে পুনৰ্গুহণ করিতেও আমার শক্তি আছে, এই অনুমতি আমি আপন পিতার স্থানে পাইয়াছি। ১১ অতএব এ কথা প্রযুক্ত য়হুদীরদের মধ্যে পুনশ্চ ভিন্নভেদ হইল । ২০ অনেকে বলিল, সে ভূতগুস্ত এবং উন্মাদ, তাহার কথা কি কারণ শুনিতেছ? ২১ অন্যে বলিল, ইহা ভূতগুস্তের কথা নহে, ভূত নাকি অন্ধ লোকের চক্ষু দিতে পারে ? ২ং পুনশ্চ য়িরেশিলমে মন্দিরের শুধরা করণ পৰ্ব হইতেছিল, এবং শীতকাল উপস্থিত হইল। ২৩ ইহাতে য়িস্তু শলমার দরদীলানে টহলিতেছিলেন। ২৪ তখন য়হুদীরা আসিয়া তাহীকে বেষ্টিত করিয়া বলিতে লাগিল, তুমি কতকাল আমারদের সন্দেহ থাকিতে দিবা, যদি খ্ৰীষ্ট হও, তবে স্লষ্ট রূপে কহ ।