পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, দশম অধ্যায়। ২৫ খ্রিস্তু তাহারদিগকে উত্তর দিলেন, আমিতে কহিয়াছি, কিন্তু তোমরা প্রত্যয় করিলা না ; আমি আপন পিতার নামে যে ক্রিয়া করিয়াছি সে ক্রিয়াই আমার সাক্ষী । ২৬ কিন্তু তোমরা আমার মেষের মধ্যে নহ, এই জন্য তোমরা বিশ্বাস কর না। ২৭ অামি কহিয়াছি যে আমার মেষ আমার রব শুনে, ও আমি তাহারদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাদ্বর্তী হয় । ২৮ এবং আমি তাহারদিগকে অনন্ত জীবন দি ; তাহার কথন নষ্ট হইবে না, এবং আমার হস্তুহইতে কেহ তাহারদিগকে হরণ করিতে পরিবেক না । ২১ আমার পিতা যিনি তাহারদিগকে আমাকে দিলেন, তিনি সকলহইতে মহৎ, এবং তাহার হস্তহইতে হরণ করে, কাহার সাধ্য নাই। ৩০ আমি ও পিতা এক । ৩১ তখন য়হুদীরা পুনরায় পুস্তর উঠাইয় তাহাকে পুস্তরাঘাত করিতে উদ্যত হইল । - ৩ং য়িত্ত তাহারদিগকে উত্তর করিলেন, আমি আপন পিতাহইতে অনেক হিত কৰ্ম্ম তোমারদিগকে দেখাইয়াছি, ইহার কোন কৰ্ম্মের নিমিত্ত আমাকে পাতর মারিতে পুৱৰ্ত্ত হও। ৩৩ য়হুদীরা তাহাকে পুতু্যুত্তর করিলেক, যে আমরা হিত কৰ্ম্মের নিমিত্ত তোমাকে পাতর মারি না, কিন্তু ঈশ্বরের অপনিন্দার বিষয়ে যে তুমি মনুষ্য হইয় আপনাকে ঈশ্বর করিয়া মান । ৩৪ য়িস্তু তাহারদিগকে উত্তর দিলেন, তোমারদের ব্যবস্থায় কি লেখা নাই, আমি কহিলাম যে তোমরা দেৱগণ ?