পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্নাতিউ, পঞ্চম অধ্যায়, ২০ কেননা আমি তোম্বারদিগকে কহি যে তোমারদের ধৰ্ম্মাধ্যাপক ও ফারসীবগের ধৰ্ম্ম হইতে অধিক না হুইলে তোমরা কোন ক্রমে ঈশ্বরের রাজ্যেতে পুবেশ হইতে পাইবা না, ২১ তোমরা শুনিয়াছ যে পূৰ্ব্বকার লোকেরদিগকে কই গিয়াছিল তুমি বধ করিব না আর যে কেহ ৰঘু করে সে দণ্ডের দায়ী হুইবেক: | ং ং কিন্তু আমি তোমারদিগকে কহি যে কেই আপনার ভূতার পুতি আকারণে ক্রুদ্ধ হয় সেই দণ্ডের দায়ী হইবে আর যে কেহ আপনার ভাইকে রাকা করিয় কহিবে সে মন্ত্রিসভার দায়ী ভাইবে কিন্তু যে কেহ কহিবে তুই বৰ্ব্বর সে নরকানলের দায়ী হইবে । . . . . . . ং ও অতএব তুমি আপনার নৈৱেদ্য যজ্ঞ কুণ্ডের নিকটুে আদিতে পূবৰ্ত্ত হইলে যদি সেখানে তোমার স্মরণে পড়ে যে তোমার পুতি তোমার ভুতার কোন দাওয়৷ থাকে, ২৪ তবে সে যজ্ঞকুণ্ডের আগে তোমার নৈৱেদ্য রাখিয়া -পুস্থান কর এবং প্রথমে তোমার ভাতার সহিত মিলন করহ তার পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করহ. ২৫ তোমার দায়কের সহিত শীঘু মিলন করহ যাবৎ তুমি পথের মধ্যে তাছার সঙ্গে আছ নতুবা কি জানি দায়ক তোমাকে বিচারকর্ডার নিকটে সমর্পণ করে ও বিচার কৰ্ত্ত তোমাকে কোটালের স্থানে সোপিয় দেয় ও ভূমি কারাগারে ফেলা যাও. - - ২৬ সত্য আমি তোমাকে কহি যে শেষেক কপদক পর্যন্ত পরিশোধ না করিলে ভূমি সেখান হইতে কোন ক্রমে বাহির জ্বাসিতে পাইবা না - -