পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, একাদশ অধ্যায়। ১৪ তখন য়িস্তু তাহারদিগকে ভুষ্ট কহিলেন, যে লাজার মরিয়া গিয়াছে। ১৫ এবং তোমারদের কারণ আমার আহ্বাদ আছে, যে আমি সেখানে ছিলাম না, তাহাতে যেন তোমারদের পুত্যয় হয়, কিন্তু এখন আমরা তাহার স্থানে যাই । ১৬ তখন তম যাহাকে দ্বিদিমস বলিল, সে আপন স্বশিষ্যেরদিগকে কহিল, আমরাও যাইয় তাহার সঙ্গে মরি। ১৭ অনন্তর য়িস্ত আসিয়া জ্ঞাত হইলেন, যে তিনি চারি দিবস কবরে শুইয়া আছেন । ১৮ ৰীতানিয়া য়িরোগলমেয় সমীপে নুনাতিরেক ক্রোশেক অন্তর। ১১ অতএব তাহারদের ভুতার বিষয়ে মৰ্ত্তা ও মারিয়াকে পুবোধ দিবার কারণ অনেক য়হুদী তাহারদের নিকটে আইল । ২০ পরে য়িস্তর আগমন শুনিৰামাত্র মান্ত যাইয় তাহার সহিত সাক্ষাৎ করিল, কিন্তু মারিয়া ঘরেতে বসিয়া রহিল। ২১ তখন মাৰ্ত্তয়িস্তকে বলিল, হে পুভে, যদি আপনি এখানে থাকিতেন, তবে আমার ভাই মরিত না । ২২ কিন্তু আমি জানি যে এখন ও যাহা ঈশ্বরের স্থানে আপনি চাহেন তাহা ঈশ্বর আপিনকাকে দিবেন। ২৩ য়িস্ত তাহাকে কহিলেন, তোমার ভাই আরবণর উঠিবে। ২৪ মাৰ্ত্ত তাহাকে কহিল, আমি জানি যে শেষ দিবসের পুনরুত্থানে তিনি পুনরায় উঠিবেন। ২৫ খ্রিস্ত তাহকে কহিলেন, আমিই পুনরুত্থান, এবং জীবন ; আমাতে যে বিশ্বাস করে, সে মৃত হইয়াও জীয়িবে। ২৬ এবং যে কেহ জীবীত হইয়া অামাতে বিশ্বাস করে, সে কথন মরিবে না, ইহা নাকি তুমি পুত্যয় করহ।