পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, একাদশ অধ্যায় । ৩৮ অতএব য়িত্ত পুনশ্চ আপন অন্তরে দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া কবরের নিকটে আইলেন ; তাহা গহর ছিল, এবং তাহার উপর একটা পাতর খোয় গিয়াছে। " - ৩১ য়িত্ত কহিলেন, পতিয়কে সরাইয় দেও, সে মৃত লোকের ভগিনী মান্ত বলিল, হে প্রভো, সমুতি দুৰ্গন্ধ আছে; কেননা চারি দিবস হইল । ৪০ য়িত্ত তাহাকে বলিলেন, আমি কি তোমাকে কহিলাম না, যে ভূমি যদি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখিবা । ৪১ তখন তাহার সে মৃত্রে শয়ন স্থানহইতে পুস্তুর সরাইয়া দিল, এবং য়িস্ত উদ্ধ দৃষ্টি করিয়া কহিলেন, হে পিতঃ আমি তোমাকে স্তব করি, যে তুমি আমার নিবেদন শুনিয়াছ। ৪ং এবং আমি জানিলাম যে তুমি আমার নিবেদন সতত শুনিতেছ; কিন্তু এই আশ পাশ উপস্থিত লোকের কারণ আমি কহিলাম, যেন তাহারদের বিশ্বাস হয় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ । ৪৩ ইহা কহিয়া তিনি উচ্চৈঃস্বরে ডাকিলেন, হে লাজার বা হিরে আইস । ৪৪ এবং সে মরা লোক তখন কাপড়ে হাত পা বন্ধিত হইয় বাহিরে আইল, এবং তাহার মুখদেশ গামছাতে বেষ্টিত হইয়া বদ্ধ ছিল। য়িস্ত কহিলেন, বন্ধন থসাইয় তাহাকে ছাড়াইয় দেও। ৪৫ তখন যে য়হুদিরা মারিয়ার স্থানে আসিয়াছিল এবং য়িত্তর কৃত কার্য দেখিল, তাহারদের মধ্যে অনেকে তাহাকে বিশ্বাস করিল। ৪৬ কিন্তু কতেক লোক ফারসীরদের স্থানে যাইয় যে সকল য়িত্ত তাহারদিগের পুতি করিয়াছিলেন, সে সকল তাহারদিগকে কহিয়া দিল ।