পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়েহিন, দ্বাদশ অধ্যায় । ৫৭ কিন্তু পুধান যাজকের এবং ফারসীরা তাহাকে ধরিবার কারণ আজ্ঞা দিয়াছিল, যে কেহ যদি জানে সে কোথায় অাছে, তাহা যেন দেখাইয় দেয়। দ্বাদশ অধ্যায় । তখন য়িস্ত পেশীক্ষের ছয় দিবস পূৰ্বে স্বীতানিয়ায় আইলেন, যেখানে পূৰ্ব মৃত লাজার থাকিত, যাহাকে তিনি মৃত্যুহইতে উঠাইয়াছিলেন । ং সেখানে তাহারা তাহার জন্যে রাত্রি ভোজ করিল, এবং মারিয়া সেবা করিল, কিন্তু লাজার তাহার ভোজন উপবিষ্ট সমীভ্যারিরদের মধ্যে এক জন ছিল। ৩ তখন মারিয়া অদ্ধ সের অতি মূল্যবান জটামাংসী তৈল লইয়া, য়িস্তর চরণে মাথাইয়া, আপন কেশেতে মোছন করিতে লাগিল; পরে সে তৈলের আমোদে ঘর সমূহ আমোদিত হইল । ৪ তখন শীমনের পুত্ৰ য়হুদা তাহার এক জন শিষ্য যে তাহাকে বিশ্বাসঘাতকি করিবে । ৫. সে কহিতে লাগিল, এই তৈল তিন শত কাহনে বিক্রীত হইয়া দরিদ্রেরদিগকে দেওয়া গেল না কেন ? ৬ কিন্তু সে দরিদ্র লোকের জন্য ভাবিত হইয়া ইহা কহিল, তাহা নয়, কিন্তু চোর ছিল, এবং বোলা বাহক হইয়া তাহাতে স্বাহা রাখা যায় সে বহিয়া লইয়া যাইত, এই নিমিত্তে । ৭ তখন য়িস্ত কহিলেন তাহাকে, রহিতে দেও, সে আমার কবর দেওন দিবসের কারণ ইহা রাথিয়াছিল। - * ৮ কেননা দরিদ্র লোক তোমারদের সহিত সতত থাকে, কিন্তু আমার সঙ্গ তোমারদের নিত্য পুপ্তি নহে । । 2 :