পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, দ্বাদশ অধ্যায়। ৩৮ ইহায় য়িস্তয়াহ। ভবিষ্যদ্বক্তার কথা পুীমাণ্য হইল, যে ছে য়িহুহ, কেটা আমারদের সমাচার প্রত্যয় করিয়াছে, এবং কাহার পুতি য়িহহীর ভুজ পুকাশ হইয়াছেঃ ৩১ অতএব তাহারা পুত্যয় করিতে পারিল না, কেননা য়িত্তয়াহ পুনশ্চ ও কহিলেন। ৪০ তিনি তাহারদের চক্ষু অন্ধ করিয়াছেন, এবং তাহারদের অন্তঃকরণ কঠিন করিয়াছেন, যে কি জানি, চক্ষুতে বা দেখে, ও অন্তকরণে বা বুঝে পরে তাহারদের চিত্ত ফিরে, এবং আমি । তাহারদিগকে সুস্থ বা করি। ৪১ এ কথা য়িশুয়ীহণ কহিলেন, যখন তাহার মহিমা দেখিয় তাহার পুসঙ্গ কহিলেক । ৪ং তথাপি প্রধান অধ্যক্ষের মধ্যেও অনেকে তাহাতে পুত্যয় করিল, কিন্তু ফারসীরদের ভয়ে তাহাকে স্বীকার করিল না, যে কি জানি, শিনগগহইতে তাহারণ ত্যক্ত বা হয় । ৪৩ কেননা তাহারা ঈশ্বরের পুতিষ্ঠাহইতে মনুষ্যের প্রতিষ্ঠা ভাল বাসিল । ৪৪ তখন য়িস্তু উচ্চৈঃস্বরে কহিলেন, যে আমার উপর প্রত্যয় করে, সে অামারি উপর প্রত্যয় করে না, কিন্তু আমার পুেরণ, কন্তর্গর উপর । ৪৫ এবং যে আমাকে দেখে, সে আমার প্রেরণকৰ্ত্তাকে দেখে। ৪৬ অামি এক দীপক হইয় এই জগতে আসিয়াছি, তাহাতে যে কেহ আমাতে বিশ্বাস করে, সে যেন অন্ধকারে না থাকে। ৪৭ এবং কোন মনুষ্য আমার কথা শুনিয়া যদি পুত্যয় না করে, আমি তাহীকে বিচার করি না, কেননা আমি জগতের বিচার করিতে আইলাম না, কিন্তু জগতের উদ্ধার করিতে। ৪৮ যে আমাকে হেয়ঞ্জান করে, এবং আমার কথা অগ্রাহ্য