পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, পঞ্চম অধ্যায়. ই ! তোমরা শুনিয়াছ যে পূৰ্ব্বকার লোকেরদিগকে কহ গিয়াছিল তুমি পরদার করিবা না: ২৮ কিন্তু আমি তোমারদিগকে কহি যে কেহ কাম ভারেতে স্ত্রীর উপর অবলোকন করে সে আপন মনেতে তখন তাহার সঙ্গে পরার করিয়াছে. ৯ তাতএব যদি তোমার দক্ষিণ চক্ষু তোমার উচোট লাগাইবার ঠেস হয় তবে তাহাকে উপড়াইয়। আপনার নিকট u BBBB BB BBBS SBBBB BBBS SBBBB BBB শরীর নরকে ফেলা যাওন হইতে তোমার এক ইন্দ্রিয়ের নষ্ট হওয়া ভাল. ৩ চ এবং যদি তোমার দক্ষিণ হস্ত তোমার উচোট লাগাই দ্বার ঠেস হয় তবে তাঁহাকে ছেদন করিয়া আপন নিকট হইতে ফেলিয়া দেও কেননা তোমার ভাগ্যে তোমার সমস্ত শরীর নরকে ফেলা যাওল হইতে তোমার এক ইন্দ্ৰিয়র নষ্ট হওয়া ভাল, * ৩১ উক্ত আছে যে কেহ তাপন স্ত্রীকে পরিত্যগ করিডে চাহে সে তাহকে এক বৰ্জ্জন লিপি দিউক: ৩ ই কিন্তু আমি তোমারদিগকে কহি যে কেহ ব্যতিচার হেতু ব্যতিরেক আপন ভ্রীকে পরিত্যাগ করে সে তাহার ব্যভিচার কৰ্ম্ম করাইতেছে এবং যে কেহ সে বৰ্জ্জিত স্ত্রীকে বিবাহ করে সে পরদার করিতেছে- * ৩ও পুনশ্চ তোমরা শুনিয়াছ যে পূৰ্ব্বকার লোকের দিগকে কহ গিয়াছিল যে তুমি মিথ্যা দিব্য করিব না কিন্তু আপনার দিব্য সকল ঈশ্বরের পুতি পালন করিব : ১৪ কিন্তু আমি তোমারদিগকে কহি কিছুই কির। কুরিও মা স্বৰ্গ লইয়াও না কেমন তাহা ঈশ্বরের সিংহাসন;