পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোহন, ত্রয়োদশ অধ্যায়। ৬ পরে শীমন পিতরের স্থানে আইলে পিতর কহিলেক, হে পুতে, আপনি আমার পা ধুইবেন । ৭ য়িত্ত পুতু্যত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি, তাহা তুমি এখন জানহ না, কিন্তু পশ্চাতে জানিবা । ৮ পিতর তাঁহাকে কহিল, আমার পা আপনি কখন ধুইবেন না, য়িত্ত তাহাকে উত্তর করিলেন, যদি তোমাকে না ধুই, তবে অামাতে তোমার অংশ নাই । ১ শৗমন পিতর তাহকে বলিল, হে পুভেী, আমার পা তো কেবল মহে, কিন্তু আমার হাত এবং মস্তক ও ! ১০ য়িস্ত তাহাকে কহিলেন, যে ধৌত হইয়াছে, তাহার প৷ ব্যতিরেক তাহাকে আর ধোওনের আবশ্যক নাই, কিন্তু সৰ্বাঙ্গ পরিস্কৃত হইয়াছে ; এবং তোমরা পরিস্কৃত হইল বটে, কিন্তু সকলে নয় । - ১১ কেনন। তিনি জানিলেন, কেট তাহীকে বিশ্বাসঘাতকী করিৰে, অতএব তিনি কহিলেন, যে তোমরা সকল পরিস্কৃত নহ। ১ং পরে তাহারদের পা ধুইয়া আপন বস্ত্র পরিধান করিয়া পুনৰ্বার মেজে বসিয়া, তিনি কহিতে লাগিলেন, আমি যাহা করিয়াছি তোমারদিগকে, তাহা তোমরা না কি জান ? ১৩ আমাকে তোমরা গুরু, ও পুত্ব করিয়া বল, এবং তোমরা প্রকৃতই বল, কেননা আমি সেই বাট । ১৪ অতএব আমি তোমারদের পুতুও গুরু হইয়া যদি তোমারদের পা ধুইয়া দিয়াছি, তবে তোমারদের পরল্পর পা ধোওয়া ও উপযুক্ত আছে । ১৫ কেননা আমি যেমত তোমারদিগকে করিয়াছি সেইমত তোমারদের আচরণও হয়, এই নিমিত্তে আমি তোমারদিগকে একটা দৃষ্টান্ত দিয়াছি । -