পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোহন, ত্রয়োদশ অধ্যায় ! ১৬ সভ্য২ আমি কহি তোমারদিগকে, কৰ্ত্তাহইতে সেবক বড় মহে, এবং প্রেরকহইভে প্রেরিত বড় নহে! ১৭ তোমরা এই কথা জানিয় তাহার পালন যদি স্তর, তবে ধন্য । ১৮ আমি সকলের কথা কহি না ; আমার বাছিত কে২ আছে তাহা আমি জানি, কিন্তু এই গ্রন্থ যেন পূর্ণ হয়, যে জন আমার সহিত অন্ন থাইত, সে আমাকে লাঠি মারিয়াছে ! - ১৯ কিন্তু তাহার ঘটনের পূৰ্বে আমি তোমারদিগকে কহিয়া দিয়াছি, যেন তাহার হওনের পরে তোমারদের বিশ্বাস হয়, যে আমি সেই ! ২০ সত্যং আমি কহি তোমারদিগকে, আমার কোন প্রেরিতকে যে জন গ্ৰহণ করে সে অামাকে ও গ্রহণ করে, এবং আমাকে যে গ্রহণ করে সে আমার প্রেরণকৰ্ত্তাকেও গ্রহণ করে । ২১ খ্রিস্তু ইহা কহিয়া আত্মায় দুথিত হইতে লাগিলেন, এবং প্রমাণ দিলেন, ও কহিলেন, সত্যং আমি বলি তোমারদিগকে, তোমারদের মধ্যে একজন আমাকে বিশ্বাসঘাতকী করিবে । ২২ তখন শিষ্যেরা সন্দিগ্ধ হইয়া পরল্পর অবলোকন করিতে লাগিল, যে তিনি কাহার কথা কহিতেছেন । ২৩ ইহাতে তাহার এক জন শিষ্য যে য়িত্তর প্রিয় সে য়িত্তর ৰুকে হেলান দিয়া বসিয়াছে । - ২৪ অতএব শীমন পিতর তাহাকে ইশারা করিল, যে তিনি য়িস্তকে জিজ্ঞাসা করিবেন কাহার কথা তিনি কহিয়াছিলেন । ২৫ তথন সে য়িত্তর বুকে হেলান দিয়া তাহাকে বলিল, হে পুভে, সে কেটা ? , ২৬ খ্রিস্ত উত্তর দিলেন, আমি এক খণ্ড রুট ভিজাইয়া সে