পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, পঞ্চদশ অধ্যায়। ১০ তোমরা যদি আমার আজ্ঞা পালন কর, তবে আমার প্রেমে থাকিবাই; যেমত আমি আপন পিতার আজ্ঞা পালন করিয়া তাহার প্রেমে থাকিতেছি । ১১ পরে তোমারদিগেতে আমার আনন্দ যেন থাকে, এবং তোমারদের আনন্দ যেন পূর্ণ হয়, এই নিমিত্তে আমি এ সকল প্রসঙ্গ তোমারদিগকে কহিয়াছি । শুই আমার আজ্ঞা এই, যে তোমরা পরল্পর প্রেম কর, যেমত আমি তোমারদিগকে পুেম করিতেছি । ১৩ মিত্রের কারণ আপন পুণ দেয়, ইহাহইতে বড় কাহার প্রেম হইতে পারে না । ১৪ আমি যে কিছু তোমারদিগকে আজ্ঞা দি, তাহ যদি কয় তবে তোমরণ অামার মিত্ৰগণ । ১৫ এখনহইতে আমি তোমারদিগকে সেবক করিয়া বলি না, কেননা কৰ্ত্ত যাহা করেন তাহ সেবক জানে না, কিন্তু আমি তোমারদিগকে মিত্র করিয়া বলি, কেননা যে কিছু অামার পিতার স্থানে শ্রবণ করিয়াছি, তাহা আমি তোমারদিগকে জানা ইয়া দিয়াছি ? ১৬ তোমরা আমাকে বাছিয়া লইলা তাহ নয়, কিন্তু আমি তোমারদিগকেই বাছিয়া লইলাম, এবং নিযুক্ত করিলাম যে তোমরা যাইয় ফল ধরে ও তোমারদের ফল যেন থাকে, তাহাতে যে কিছু আমার নামে তোমরা পিতার স্থানে চাহ তাহ তিনি যেন তোমারদিগকে দেন । - ১৭ তোমরা পরল্পর পুেম করন্থ, এই অনুমতি আমি তোমারদিগকে দি ! 會 ১৮ জগৎ সংসার যদি তোমারদিগকে মন্দ বাসে, তবে তোমরা জান যে তোমারদের পূৰ্বে সে আমাকে মন্দ বাসিয়াছিল ।