পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, পঞ্চদশ অধ্যায় ৷ ১৯ যদি জগতের লোক হইত। তবে জগৎট আপন আত্মীয়েরদিগকে ভাল বাসিত; অতএব তোমরা জগতের লোক নহ, কিন্তু আমি তোমারদিগকে জগৎ হইতে বাছিয়া লইয়াছি, এই নিমিত্তে জগৎটা তোমারদিগকে মন্দ বাসে । ২০ সে কথা স্মরণে রাখা যে আমি তোমারদিগকে কহিলাম, সেবক আপন কৰ্ত্ত হইতে বড় নয়; আমাকে যদি সে সতাইয়াছে তবে তোমারদিগকেও সতাইবে, আমার কথা যদি রাথিয়াছে, তবে তোমারদের কথাও রাহিবে । - ২১ কিন্তু এই সকল কৰ্ম্ম আমার নাম বিষয়ে তাহার তোমারদিগকে করিবে, কেননা আমার পুেরণকৰ্ত্তাকে তাহারা জানে না এই নিমিত্তে 1 · - - ২২ আমি যদি তাহীরদের অসিয়া না কহিতাম, তবে তাহারদেৱ পাপ হইত না ; কিন্তু এখন তাহারদের পাপের রাহান प्लोर्डे ? ২৩ যে আমাকে মন্দ বাসে সে অামার পিতাকেও মন্দ বাসে। ২৪ আমি যদি তাহারদের মধ্যে এমন কৰ্ম্ম না করিতাম যে অন্যেতে কথন হয় নাই, তবে তাহারদের পাপ হইত না ; কিন্তু তাহারণ আমাকে এবং আমার পিতাকে উভয়েরদিগকে দেথিতেও পাইয়াছে, এবং মন্দও বাসিয়াছে । ২৫ কিন্তু ইহাতে সে কথা পূর্ণ হইল যে তাহারদের ব্যবস্থায় গ্রন্থ আছে, তাহারা অকারণ আমাকে মন্দ বসিল । ২৬ কিন্তু পুবোধকৰ্ত্ত যাহাকে আমি পিতার নিকটহইতে তোমারদের স্থানে পাঠাইব, সে সত্যময় আত্মা যিনি পিতাহইতে নিৰ্গত হন, তিনি যখন আসিবেন তথন আমার বিষয়ে প্রমাণ দিবেন। - ২৭ এবং তোমরা ও প্রমাণ দিব, কেননা তোমরা প্রথমাবৰি আমার সঙ্গে থাকিতেছ।