পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, ষোড়শ অধ্যায় । ২৬ তখন তোমরা আমার নাম করিয়া যাচএণ করিব, কিন্তু আমি কহি না, যে তোমারদের কারণ আমি পিতাকে প্রার্থনা করিব ; ২৭ কেননা তোমরা আমাকে প্লুেম করিতেছ, এবং যে আমি ঈশ্বরহইতে আসিয়াছি, তাহ পত্যয় করিতেছ, এই নিমিত্ত্বে পিতা আপনি তোমারদিগকে প্রেম করেন । ২৮ আমি পিতার নিকটহইতে বাহির হইয়া জগতে আইলাম, পুনশ্চ আমি জগৎ ছাড়িয়া পিতার নিকটে যাই । ২১ শিষ্যেরা তাহাকে বলিল, দেখ এখন তো আপনি স্লষ্ট কথা কহিতেছেন, এবং উপমা কথা কহেন না । ৩০ এখন আমরা পুবোধ পাইলাম, যে আপনি সকল কথা জানেন, এবং যে কাহার জিজ্ঞাসাতে আপনার আবশ্যক নাই, ইহাতে আমরা বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের নিকটহইতে আইলেন । o ৩১ য়িত্ত তাহীরুদিগকে উত্তর দিলেন, এখন কি তোমরা বিশ্বাস করহ ? ৩২ দেখ সময় আসিতেছে, বরং উপস্থিত আছে, যখন তোমরা সকল আপনং স্থানে ছিন্নভিন্ন হইয়া আমাকে একাকী ছাড়িয়া যাইব ; তথাপি আমি একাকী নহি, কেননা পিতা আমার সঙ্গে আছেন । - ৩৩ এ সকল কথা আমি তোমারদিগকে কহিয়াছি, যেন আমাতেতোমারদের শান্তি হয়; জগতে তোমারদের ক্লেশ হইবেই কিন্তু নিৰ্ভয় থাক, আমি জগৎকে পরাভূত করিয়াছি সপ্তদশ অধ্যায় । য়িত্ত এই সকল কথা সমাপ্ত করিয়া স্বর্গের গানে চক্ষু উঠাইয়া কহিতে লাগিলেন, হে পিত, ক্ষণ তো আইল, তোমার পুত্রের