পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, সপ্তমদশ অধ্যায়। মহিমা প্রকাশ করছ, য়েন তোমার পুত্র তোমার মহিমাও পুঙ্কাশ করে ! - - ২ যেমত তহিকে তুমি সকল পুণির অধিকার দিয়াছ, তাহীতে যে সকল তুমি তাঁহাকে পুদান করিয়াছ, তিনি যেন তাহারাদগকে অনন্ত জীবন দেন । - ৩ এবং অনন্ত জীবন এই, অদ্বিতীয় সত্য ঈশ্বর যে তুমি এবং তোমার প্রেরিত য়িত্ত খ্ৰীষ্ট, তোমার ও তাহার পরিচয় । ৪ তোমার মহিমা আমি জগতের মধ্যে প্রকাশ করিয়াছি, যে কৰ্ম্ম তুমি আমাকে ভারিয়াছিল, তাহ আমি সল্পন্ন করিয়াছি । ৫ অতএব হে পিত, সপুতি আপনা দিয়া আমার মহিমা প্রকাশ কর, সে মহিমা দিয়া যাহা আমি জগতের পূৰ্বে তোমার সহিত ধারণ করিলাম । - ৬ তুমি জগৎহইতে যে সকল মনুষেরদিগকে আমাকে দিয়াছ, তাহারদিগকে আমি তোমার নাম জানাইয়া দিয়াছি; তাহার তোমার ছিল, এবং তাহারদিগকে তুমি আমাকে দিলা, এবং তাঁহার তোমার কথা পালন করিয়াছে । ৭ এখন তাহারা জানে, যে কিছু তুমি আমাকে দিয়াছ সে সকল তোমা হইতে হইয়াছে । ৮ কেননা যে কথা তুমি আমাকে দিয়াছ তাহ আমি তাহারদিগকে দিয়াছি ; অতএব তাহার গ্রহণ করিয়াছে, এবং নিশ্চয় বুঝিয়াছে, যে আমি তোমার নিকটহইতে বাহির হইয়া আইলাম, ও যে তুমি আমারে প্রেরণ করিলা । ১ তাহরদেৱ নিমিত্তেই আমি পুর্থনা করিতেছি, জগৎ সংসার নিমিত্তে আমি পুর্থনা করি না, কিন্তু জগৎহইতে যে সকল তুমি আমাকে দিয়াছ তাহারদের কারণ, কেননা সে তোমার ! ১০ এবং যে সকল আমার সে তোমার, এবং যে তোমার সে আমার, এবং তাহারদিগেতে আমার মহিমা প্রকাশিত হয় ।