পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, সপ্তমদশ অধ্যয় । ১১ এ জগতে আমার আর থাকা নাই ! কিন্তু ইহীয়দের জগতে থাকা আছে, এবং আমি তোমার স্থানে আসিতেছি; হে ধৰ্ম্মময় পিত, যে সকল তুমি আমাকে দিয়াছ তাহারকিগকে আপন নাম দিয়া রক্ষা কর, তাহাতে আমরা যেমন এক আছি, তেমন তাহারাও এক হয় । ১২ যাবৎ আমি তাহারদের সঙ্গে জগতে ছিলাম, তাবৎ আমি তোমার নামেতে তাহারদের রক্ষা করিলাম, যে সকল তুমি আমাকে দিয়াছ সে সকলেরদিগকে আমি রক্ষা করিয়াছি, এবং ধৰ্ম্ম গ্রন্থে যে মত বলে, তাহারদের মধ্যে সৰ্বনাশের পুত্র ব্যতিরেক আমা হইতে কেহ হরিায় নাই । ৯৩ কিন্তু এখন আমি তোমার স্থানে আসি, অতএব এ সকল কথা জগতে থাকিতে আমি কহিতেছি, যেন আমীতে তাহারদের আনন্দ পূর্ণ হয় । ২৪ আমি তোমার কথা তাহারদিগকে দিয়াছি, এবং আমি যেমত জগতের নহি, সেই মত তাহারণও জগতের নহে, এই নিমিত্তে জগৎটা তাহারদিগকে মন্দ বাসিতেছে। ১৫ কিন্তু যে তুমি তাহারদিগকে জগৎ হইতে লও, এমত আমার পুর্থনা নহে, কিন্তু তাহারদিগকে মন্দহইতে যেন রক্ষা কর । ১৬ তাহার জগতের নহে, যেমত আমিও জগতের নহি ! ১৭ তোমার সত্য দিয়া তাহারদিগকে পরিস্কার করু, তোমার বাক্যই সত্য । o ১৮ যেমত তুমি আমাকে জগতে প্রেরণ করিয়াছ, সেই মত আমি তাহারদিগকে জগতে প্রেরণ করিয়াছি । ১১ এবং তাহারদের কারণ আমি আপনাকে পরিস্কার করি, যেন সত্যের দ্বারা তাহারাও পরিস্কৃত হয় ।