পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, অষ্টাদশ অধ্যায়। য়াছি, আমি শিনগগে ও মন্দিরে সতত শিক্ষাইয়াছি, যেখানে য়হুদী সকল নিত্য যায়, এবং গোপনে কিছু কহি নাই । ২১ আমাকে জিজ্ঞাসা কেন করুহ? যে সকল আমার কথা শুনিল তাহারদিগকেই জিজ্ঞাসা কর, যে আমি তাহারদিগকে কি শিক্ষাইয়াছি ; দেথ তাহারণ জানে আমি কিং কহিয়াছি । ২২ এই কথা কহিলে এক জন পেয়াদা যে নিকটে দাড়াইল সে য়িস্তকে চাপড় মারিয়া তাহাকে কহিল, তুই মহাযাজককে এমন উত্তর দিতেছিস ? ২৩ য়িস্ত তাহাকে উত্তর দিলেন, আমি যদি মন্দ কহিয়াছি তবে সে মন্দের পুমাণ দেও; কিন্তু যদি পুকৃত বলিলাম তবে আমারে কি জন্য মারহ ? ২৪ ইহার মধ্যে হন্না তাহাকে মহাযাজক কাইফার নিকটে বন্ধিত পাঠাইয়াছিলেন। ২৫ তথা শীমন পিতর দাড়াইয়া, তাপিতেং লোক তাহাকে জিজ্ঞাসা করিলেক, যে তুমিও তাহার এক জন শিষ্য বট না কি? সে অস্বীকার করিয়া কহিল, আমি সে নহি r ২৬ মহাযাজকের নফর এক জন সেই ব্যক্তির জ্ঞাতি যাহার কান পিতর ছেদন করিয়াছিল, সে কহিল, আমি কি তোমাকে বাগানে তাহার সঙ্গে দেখিলাম না ? ২৭ পিতর আরবার অস্বীকার করিলেন, ও তৎক্ষণাৎ কুকুড়ার ডাক হইল । ২৮ তখন তাহারা য়িস্তকে কাইফার ঘরহইতে বিচার দালানেল ইয়া গেল, তখন রাত্রি প্রভাত হইল; কিন্তু য়হুদীয়ের বিচার দালানে পুবেশ করিল না, যে কি জানি তাহার: অপবিত্র করা যায় তাহাতে পেশাক্ষ থাইতে বাধা হয় । ২১ অতএব পীলাত তাহারদের নিকটে বাহিরে আসিয়া