পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহা, অষ্টাদশ অধ্যায়। যেন সত্যের নিমিত্তে সান্ধী দি, যে কেহ সত্যের মধ্যে হয় সে অামার কথা শুনে । ৩৮ পীলাত তাহাকে জিজ্ঞাসা করিলেন,সত্য কি? ইহা কহিয়া তিনি আরবার য়হুদীরদের নিকটে বাহির যাইয়া তাহারদিগকে কহিলেন, আমিতে ইহার দোষ কিছু পাই না । ৩৯ কিন্তু তোমারদের এক নীতি অাছে, যে আমি পেশক্ষ সময়ে তোমারদের স্থানে এক জনকে মুক্ত করিয়া ছাড়িয়া দি ! অতএব তোমারদের স্থানে আমি য়হুদীরদের রাজাকে ছাড়িয়া দি । তোমারদের এমত ইচ্ছা আছে কি না ? ৪০ তখন তাহারা সকলেই চেচাইয়া কহিল, এ মানুহ নহে কিন্তু বারাক্কা । সেই বারাক্কা চোর ছিল । উনবিংশতি অধ্যায় ! তথ্বীন পীলাত য়িস্তকে লইয়া তাহাকে কোড়া মাৰিল । ২ পরে সেনাগণ কাটা গাছের একটা মুকুট বিনাইয় তাহার মন্তকে দিল, এবং তাহাকে একটা বামুণী বর্ণের রাজ বস্ত্রে পরিধান করিয়া বলিতে লাগিল, ৩ নমস্কার ২য়হুদীরদের রাজা পরে তাহাকে চাপড় মারিল । ৪ তখন পীলাত পুনশ্চ বাহিরে যাইয় তাহারদিগকে কহিলেন, ইহার দোষ আমি কিছু পাই না । তোমারদের এই জানিবার কারণ দেথ আমি তাহাকে তোমারদের নিকটে বাহিরে আনিয়া দি । - ৫ তখন য়িত্ত সে কাটার মুকুট এবং বগুণী বর্ণের রাজবস্ত্রে আচ্ছাদিত হইয়া বাহিরে আইলেন । তখন পীলাত বলিলেন, মনুষ্যটার প্রতি দৃষ্টি কর । ৬ অতএব প্রধান যাজকের এবং পদাতিকের তাহাকে দেখিয়া