পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, উনবিংশতি অধ্যায় । চেচাইতে লাগিল, যে ক্রুশে চড়াও, পীলাত তাহারদিগকে কহিলেন, তোমরা তাহাকে লইয় জুশে চড়াও, কেননা আমি তাহার কিছু দোষ পাই না । - - ৭ য়হুদীরা তাহাকে উত্তর দিল, অামারদের এক ব্যবস্থা আছে, এবং আমারদের ব্যবস্থানুক্রমে তাহার মরণ কৰ্ত্তব্য, কেননা সে আপনাকে ঈশ্বরের পুত্র করিয়া মানে । ৮ অতএব পালাত যখন এ ফথা শুনিলেন তখন তাহার অধিক ত্রাস হইল । ১ এবং বিচার দালানে পুনৰ্বর্ণর যাইয়া য়িস্তকে কহিলেন, তুমি কোথা হইতে হইয়াছ ? কিন্তু য়িস্তু তাহাকে ;িকছু উত্তর দিলেন না। ১০ তখন পীলাত তাহাকে বলিলেন, কি আমাকে তুমি কথা বল না? তুমি কি জানহ না, য়ে তোমাকে ক্রুশ দিতে আমার শক্তি আছে, এবং তোমাকে মুক্তি দিতেও আমার শক্তি আছে । , ১১ খ্রিস্ত উত্তর করিলেন, তোমাকে উপর হইতে দেওয়া না গেলে আমার পুতি তোমার কিছু সাধ্য হইতে পরিত না; অতএব যে আমাকে তোমার স্থানে সমপর্ণ করিল তাহার পাপ অধিক আছে । ১ং তখন সেইক্ষণ হইতে পীলাত তাহীকে মুক্ত করিতে অনুসন্ধান করিল ; কিন্তু য়হুদীরা চেচাইয়া বলিল, তুমি যদি এই মনুষ্যকে ছাড়িয়া দেও তবে তুমি কাইসরের অন্তরঙ্গ নহ;যে কেহ আপনাকে রাজা করিয়া বলে সে কাইসরের বহিরঙ্গভাবে বলে । ১৩ অতএব যখন পীলাত সে কথা শুনিলেন, তখন তিনি য়িস্তকে বাহিরে আনিয়া পাথরবান্ধা নামে এক স্থান যাহা এক্ট্র ভাষাতে গৰ্বতা বলা যায় সে স্থানে বিচারাসনে বসিলেন । ১৪ সেই সময় পেশাক্ষের আয়োজন দিবস দুই পুহরের বেলায়। তখন তিনি য়হুদারদিগকে বলিলেন, দেখ তোমারদের রাজা ।