পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন বিংশতি অধ্যায় । ৪২ অতএব সে কবর নিকট হইলে, তাহারা আয়োজন সময় নিমিত্তে য়িস্তকে সেখানে শোওয়াইয়া দিল । বিংশতি অধ্যায় । সপ্তাহের প্রথম দিবলে অতি ভোরে অন্ধকার থাকিতে মারিয়া মাগুলেন কবরের নিকটে আসিয়া দেখিল, যে কবরহইতে পুস্তর তোলা গিয়াছে ! ২ তখন সে দৌড়িয়া শীমন পিতর এবং অন্য শিষ্য যে য়িস্ত প্রিয় ছিল, ইহারদের নিকটে আসিয়া কহিল, তাহারা পুভুকে কবরহইতে লইয়া গিয়াছে, কিন্তু কোথায় তাহাকে রাথিয়াছে ইহা আমরা জানি না । ৩ অতএব পিতর এবং সে অন্য শিষ্য কবরস্থানে গেল । ৪ ইহাতে দুই জন দৌড়াদৌড়ি করিলে, অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ রাথিয় প্রথমে কবরে পেপছিল । ৫ তখন সেই শরীর নোয়াইয়া কাপড় গুলা সাক্ষাৎ দেীিল, তত্ৰাপি সে ভিতরে গেল না । ও তৎপরে শীমন পিতর তাহীর পশ্চাৎ আসিয়া কবরে পুবেশ করিল, এবং কাপড় সকল সম্মুখে দেখিল । ৭ কিন্তু গামছা থান যে তাহার মাতায় জড়িত ছিল, তাহ কাপড়ের সহিত নহে, কিন্তু অন্য স্থানে লপট হইয়া একাকী ছিল । ৮ তখন সে অন্য শিষ্য যে কবরের নিকটে প্রথমে পৌছিল, সেও পুবেশ করিল, এবং দেখিয়া বিশ্বাস করিল ৷ ১ কেননা সেপৰ্যন্ত তাহার গ্রন্থের কথা জানিল না, যে তাহার মৃত্যুহইতে পুনরুত্থান হওনের আবশ্যক হিল ।