পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

য়োহন, বিংশতি অধ্যায় । ১০ তখন শিষ্যেরা পুনশ্চ আপনং ঘরে গেল । ১১ কিন্তু মারিয়া বাহিরে দাড়াইয়া কৰরের নিকট রোদনে থাকিল । ১২ এবং সে কাদিতে শরীর নেয়াইয়া কবরে দৃষ্টি করিয়া দেখ্রিল, যে য়িস্তর দেহের শয়নস্থানে দুই স্বগের দূত, এক জন তাহার সিতানে, এবং অন্য জন তাহার পৈথানে, শুকু পরিচ্ছদে বসিয়া আছে । ২৩ তথন তাহারণ কহিল, হে মাইয়ে, তুমি কেন কাদি তেছ? সে কহিল, আমার প্রভুকে তাহারা লইয়া গিয়াছে, এবং আমি জানি না, সে কোথায় তাহাকে রাথিয়াছে, এই নিনিতে । 23 এই কথা কহিয়, সে আণন মুখ ফিরাইল, এবং, য়িশুকে দণ্ডায়মান দেখিল ; কিন্তু সে জানিল না, যে য়িস্ত আছেন ৯৫ য়িত্ত তাহাকে কহিলন, হে মাইয়ে, তুমি কেন রেদিন করিতেছ? কাহার উদ্দেশ করছ ? সে তাহাকে বাগানের মালি জানিয়া কহিল, হে মহাশয়, যদি তুমি তাহাকে এখানহইতে লইয়া গিয়া থাক, তাহাকে কোথায় রাথিয়াছ আমাকে বল, তবে আমি সেখান হইতে তাহীকে লইয়া যাইব । ১৬ খ্রিস্ত তাহাকে কহিলেন, ওগো মারিয়া । সে ফিরিয়া তাহাকে বলিল, হে রাৰ্বোনি, অর্থাৎ হে গুরে । ১৭ য়িগু তাহাকে কহিলেন, আমাকে স্লশ করিও না, কেননা অদ্যাপি আমি আপন পিতার স্থানে উদ্ধ গমন করি নাই ; কিন্তু আমার ভুতারদের স্থানে যাইয় তাহারদিগকে কহ, যে আমার পিতা ও তোমারদের পিতা, এবং আমার ঈশ্বর ও তোমারদের ঈশ্বর, তাহার স্থানে আমি উদ্ধ গতি করি । ১৮ মারিয়া মাগুলেন আসিয়া শিষ্যেরদিগকে কহিল, যে আপনি প্রভুকে দেখিয়াছিল, এবং যে তিনি ত;হাকে এ কথা কহিয়াছিলেন ।