পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, নবম অধ্যাসু, ১৬ পুরাতন বস্ত্রে নূতন কাপড় কেহ লাগায় ক্ষ, কেননা তাহার 彎 হইবার কারণ যাহ। লাগান আছে তঃস্থ। সে বস্ত্রের কাপড় টানিয়া লয়, এবং সে ছিদ্র আরো মন্দ হয়. ১৭ এবং মনুয্যের নূতন দুস্ক রস পুরাতন কৃপাতেও রাখে না, তাহা করিলে কৃপা ফাটিয়া যায়, ও দুষ্ক রস চুইয়া পড়ে, এবং কৃপা সকল নষ্ট হয় ; কিন্তু তাছারা নূতন স্বাক্ষ রস নূতন কুপাতে রাখে, তাহতে উভয়ের রক্ষা হয়, ১৮ তাহারদিগকে এই কথা কহিতে দেখ এক জন অধ্যক আসিয় তাহাকে প্রণাম করিয়া কহিলেক, আমার কন্যা এখন মৃত্য হইল পুয়ে, কিন্তু আইসুন ভাপনকার হত্ত তাহার উপর দিউন তবে সে র্বাচিৰে । ১১ তখন য়িস্ত উঠিয়া তাহার পশ্চাৎ চলিলেন, এবং তাহার শিষ্যগণ ও. ং • ইহাতে দেথ এক স্ত্রীলোক দ্বাদশ বৎসর হইতে রোহিনি ব্যাধিতে ব্যাধিতা য়িস্তুর পশ্চাদিগে অসিয়। তাহার বন্দ্রের আচল সপর্শ কৱিল. ২ ১ কেননা সে আপনার মনে কহিয়াছিল, যদি আমি কেবল তাহার বঙ্গ ছুইতে পাই তবে আমি সুস্থ হুইব, ং ২ কিন্তু য়িস্ত আপন মুখ ফিরাইয়া যখন তাহাকে দেখিলেন, তখন তিনি কহিলেন, কন্যে গো সুস্থির হও, তোমার পুত্যয় তোমাকে সুস্থা করিয়া দিয়াছে, এবং সে স্ত্রীলোক সেই দণ্ড হইতেই সুস্থা হইল, ২৩ পরে য়িস্ত সে অধ্যক্ষের ঘরে আসিয়া বাদ্যকর ও লোক সকল কলরব করিতে দেখিয়1. ২৪ তিনি তাহারদিগকে কহিলেন লথ ছাড় কনাটী মৃত্য নহে, কিন্তু নিদূিত আছে; তথম তাছার উপস্থাকে পরিহালকরিতে লাগিল,