পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দশম অধ্যায়. ৫ এই দ্বাদশেরদিগকে য়িস্ত দিগৃিদিগ অনুমতি করিয়। পাঠাইলেন, যে তোমরা ভিন্নদেশিরদের পথে যাইও না, এবং শমরনীরদের কোন নগরে পুৰেশ করিও না: ৬ বরং য়িশরালের গোত্রের অনুদ্দেশ মেষের স্থানে যাও. ৭ এবং যাইতে ং প্রচার করিয়া কহ, যে স্বর্গের রাজ্য সমীপে আছে, ৮ ব্যাধিতেরদিগকে সুস্থ কর, কুষ্ঠীরদিগকে পবিত্র করু, মরারদিগকে জীয়াও, ভূতেরদিগকে বাহির কবিয়া দেও: অমনি তোমরা পাইয়াছ আমনি দেও. ১ তোমারদের কীসাতে স্বর্ণ কিম্বা রূপ। বিস্ব। তােমা আয়োজন করিও না: ১০ এবং যাত্রার কারণ ঝোল কিম্ব দুই জামা কিম্ব জুগ কিম্বা লাঠী লইওনা, কেননা থাটন্যা আপন খাদ্যের যোগ্য অাছে, ১ ১ ও যে কোন নগরে কিম্ব গামেতে তোমরা পুবেশ করহ, তাহাতে কে খ ভাজন আছে তাহা তত্ব কর, ও সেখানে থাক, - ১ ং এবং যখন তোমরা কোন ঘরেতে পুবেশ কর, তথন তাহাকে আশীৰ্ব্বাদ দেও, ১৩ আর যদি সে ঘর ভাজন হয়, তবে তোমারদের কল্যাণ তাহার উপর আসিবে; কিন্তু যদি সে অভাজন হয়, তবে তোমারদের কল্যাণ আপনারদের পুতি ফিরিবে. ১ ৪ এবং যে কেহ তোমারদিগকে আতিথ্য ব্যবহার না করে, ও তোমারদের কথা শুবণ না করে, যখন তোমরা সে ঘর কিম্বা সে নগর হইতে পুস্থান করছ, তখন আপনারদের পায়ের ধূলা ঝাড়িয়া দেও, -