পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দশম অধ্যায়. ১৫ অামি তোমারদিগকে সত্যই কহি, বিচারের দিবসে সেই নগরের গতিক হইতে সদম ও অমর দেশের গতিক সহজ হইবে, ১৬ দেখা যেমত কেদুয়ার মধ্যে মেষ হয়, সেই মত আমি তোমারদিগকে পাঠাইতেছি ; অতএব তোমরা সপবৎ বদ্ধিমান ও কপোতের ন্যায় অহিংসক হও. ళ్ని ১৭ কিন্তু মনুষ্যেরদের পুতি সাবধান থাক; কেননা তাহার রাজ সভাতে তোমারদিগকে সমর্পণ করিবে, ও তাছার দের শিনাগগে পুহার করিবেঃ ১৮ এবং আমার পুযুক্তে তোমরা শাসনকৰ্ত্ত ও রাজা গণের সাক্ষাতে আনা যাইবা, তাহারদের ও ভিন্নদেশিরদের পুতি সাক্ষী হুইবার কারণ, ১৯ কিন্তু যখন তাহারা তোমারদিগকে সমর্পণ করিবে, তথন তোমরা কিরূপে কিম্ব কি কথা কহিবা তাহ ভাবিও না; কেননা যাহা তোমারদিগকে কহিতে হইবে তাহা তোমারদিগকে সেই দণ্ডেই দেওয়া যাইবে. ং • কেননা যে বলে সে তোমরা নহ, কিন্তু তোমারদের পিতার আত্মা যিনি তোমারদের অন্তরে কহিতেছেন. ং ১ কিন্তু ভাত ভূতাকে ও পিতা পুত্রকে মরিবার কারণ সমৰ্পণ করিবেক, এবং সন্তানেরা আপনারদের পিতৃ মাত্রদের বিপক্ষে উঠিয় তাহারদিগকে বধ করাইবে, ২ং এবং আমার নামার্থে সকল মনুৰ তোমারদিগকে মন্দ বাসিবে; কিন্তু যে ব্যক্তি শেষ পর্যন্ত সহিষ্ণুতা করে সে পরিত্রাণ পাইবে. ং ৩ কিন্তু যখন তাহার এক নগরে তোমারদিগকে তাড়ন করে, তখন তোমরা অন্যেতে পালয়ন কর, কেননা