পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, দ্বাদশ অথ্যায়. ই কিন্তু যখন ফারিসীরা দেখিল, তাহার কছিল, দেখা যে কৰ্ম্ম বিশুমবারে করা আকৰ্ত্তব্য তাহা তোমার শিষ্যগণ করিতেছে, ৩ তখন তিনি তাভারদিগকে কছিলেন, যখন দাউদ ক্ষুধিত ছিলেন, তখন তিনি ও তাছার সমিভ্যারিরা কি , করিল তাহ! কি তোমরা পাঠ কর নাই ; ৪ সে কিরূপে ঈশ্বরের মন্দিরে পুবেশ করিয়া যে मृ*fगीशू রুটী যাজকেরদের ব্যতিরেক তাহার ও তাহার সমি ভ্যারির দের ভোজন করা কৰ্ত্তব্য ছিল না তাহ থাইল ? ৫ কিম্বা ব্যবস্থাতে তোমর পাঠ কর নাই ; যে বিশ্রাম বারে মন্দিরের যাজকের সামান্য কৰ্ম্ম করিয়। ত্ৰিশুমবারের লঙ্ঘন করে, তথাচ নিৰ্দ্দোষী হয় ; ৬ কিন্তু আমি তোমারদিগকে কহি, যে মন্দির হইতে কিছু এই স্থানে গুরুতর আছে, - ৭ কিন্তু যদি তোমরা ইহার অর্থ জানি তা, আমি দয়। চাহি যজ্ঞ কৰ্ম্ম নহে, তবে তোমরা নিৰ্দ্দোষিরদিগকে দোষী করিয়া ঠাহরণ ইত না। ৮ কেননা মনুষ্যের পুত্র বিশুমবারেরও কৰ্ত্ত আছেন, ৯ অনন্তর সে স্থান হইতে পুস্থান করলে পরে তিনি তাহারদের সিনাগণে পুবেশ করিলেন: ১ ০ ও দেখ এক জল যাহার হাত শুষ্ক হইয়া গিয়াছিল, সেখানে উপস্থিত হইল, এবং তাছাকে যেন অপবাদ করিতে পায়, তাছার অঙ্গকে জিজ্ঞাসা করিল,মে বিশুমবারে সুস্থ করা নাকি কৰ্ত্তব্য আছে,