পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দ্বাদশ আধ্যায়. ১১ তখন তিমি তাহারদিগকে কছিলেন, তোমারদের মধ্যে কেটা যদি তাহার একটি মেষ বিশুমবারে গৰ্ত্তে পড়ে, তাহাকে ধরিয়া উঠাইবে না ? ১ । তবে মেষ হইতে মনুষ্য কত শ্রেষ্ঠ, অতএব বিশুমবারে ভাল করা কৰ্ত্তব্য, ১৩ তখন তিনি সে মনুষ্যকে কহিলেন, তোলার হাত বিস্তার কর ; এবং সে বিস্তায় করিলে তাহ অন্য হাতের মত ভাল হইল, ১ ৪ তখন ফারিসীরা বাহিরে গিয় তাহার বিপক্ষে মন্ত্রণা করিতে লাগিল, যে তাহারা কিরূপে তাহাকে নষ্ট করিতে পরিবে. ১৫ কিন্তু য়িস্তু তাহ জানিয়; সেখান হইতে স্থানান্তরে গেলেন ; ও বড় লোকারণ তাহার পশ্চাতে গমন করিল, ও তিনি সে সকলেরদিগকে সূস্থ করিলেন ; ১৬ এবং তা চারদিগকে আজ্ঞ দিলেয়,যে তাহারা তাহার পরিচয় যেন না দেয়: ১ । তাছাতে যেন সেই কথা পূর্ণ হয়, যে য়িশাইহা ভবিষ্যদ্বক্তার দ্বারা উক্ত ছিল, * ১৮ দেথ আমার মনোনীত সেবক অণমার প্রিয়,যাহাতে তামার প্রাণের সন্তোষ ; আমি তাহার উপর আপন আত্মা রাগিব, এবং তিনি ভিনদেশিরদিগকে বিচার পুচার করিবেন, ১৯ তিনি পুতিরোধ করিবেন না,ও চীৎকার করিবেন না, এবং সরাণের মধ্যে তাহার রব কেহ শুণিৰে না.