পাতা:মনোরম্য ইতিহাস.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১৬ ]

এই বাক্য শ্রবণান্তর সর্প মনে২ বিবেচনা করিতেছে, যে হায় কি আশ্চর্য্য! এই ইন্দুর আমার স্কন্ধাৰূঢ় হইবার প্রার্থনা করিয়া আবার আপনি পুনরায় অপরাধ স্বীকার করিতেছে, সে যাহা হউক (মানির মান জগদীশ্বর রক্ষা করেন) আমি যে উহাকে কোন বাক্য না কহিতেও সাম্য হইয়াছে, ইহা অতি আহ্লাদের বিষয়। পরে সর্প কহিতেছে, হে বন্ধু! তোমার বিদ্রুপ বাক্যেতে আমি কোনক্রমে তোমার প্রতি ক্রোধিত নহি। সুতরাং (বন্ধু তাতে উভয়ে সমভাব) তাহাতে ন্যূনাধিক নাই। আর ছোট বড় জ্ঞান করিলে বন্ধুতা হয় না। কিন্তু এই বন্ধতা পঞ্চ প্রকার আছে, অর্থাৎ সত্ববন্ধু, নিত্যবন্ধু, ক্ষোভিবন্ধু, লোভিবন্ধু, এবং কপট বন্ধু। মূষিক কহিলেক সে কি প্রকার, বন্ধুতা যে কেবল এক ৰূপ ইহা শ্রুত আছি। পঞ্চম প্রকার এক্ষণে কেবল তোমার স্থানে শ্রবণ করিলাম, তাহা কেমন প্রকার আপনি অনুগ্রহপূর্ব্বক বিশেষ ৰূপে ব্যক্ত করুন, আমি শুনিতে বাঞ্ছা করিয়াছি। তাহাতে সৰ্প কহিতেছে, হে মূষিক বন্ধু! পঞ্চম প্রকার বন্ধুতা কেমন তাহা