পাতা:মনোরম্য ইতিহাস.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১৭ ]

শ্রবণ করহ। প্রথমতঃ—সত্ব বন্ধু এই যে বিপদ সম্পদেতে সমভাবে থাকেন, এবং কণ্ঠাগত প্রাণাবধি বন্ধু তাতে ক্রটি করেন না। দ্বিতীয়তঃ—নিত্য বন্ধু তাঁহাকে বলা যায়, যিনি পরমার্থ পথে সর্ব্বদা লইয়া যান। তৃতীয়তঃ—ক্ষোভি বন্ধু, সেই যে আপনার সর্ব্বস্ব হারাইয়া এক জনের সহিত ক্ষোভ প্রযুক্ত বন্ধুতা করিয়াছে। চতুর্থ—লোভি বন্ধু ঐ ব্যক্তি যে কেবল পরের বিষয় ও সুখ সম্পদ দেখিয়া পাকে প্রকারে বন্ধুতা করিয়া ঐ সুখ সম্পদের ভোগী হইয়া খোসামোদ বরামদ অকর্ম্মাদি সকলি স্বীকার করিয়া বন্ধুত্বকে বজায় রাখিয়াছে। আর বন্ধুর সুখ সম্পদের বৃদ্ধি দেখিয়া (কালনিমের লঙ্কা ভাগ করিতেছে) এবং পরধনে ধনী এবং পরপিণ্ডে আপন পিতৃশ্রাদ্ধ সমাধা করিতেছে। পঞ্চম—কপট বন্ধু, তাহার বিবরণ এই যে (কপট বন্ধুর পেটে এক মুখে আর) কেবল স্বীয় সাহায্য সাধনার্থে বন্ধুত্ব স্বীকার করিয়া পাকে প্রকারে বন্ধুত্বটিকে বজায় রাখিয়াছে। এবং আপন কর্ম্মে ব্যস্ত সমস্ত হইয়া বন্ধুর বিষয়ে ভ্রান্তিক্রমেও বিন্দু মাত্র যত্ন করে না। এবং বন্ধুর বিপত্তি কিম্বা